Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আহমেদাবাদ বিস্ফোরণ মামলা: ৩৮ জনকে ফাঁসির সাজার নির্দেশ বিশেষ আদালতের - NewsOnly24

আহমেদাবাদ বিস্ফোরণ মামলা: ৩৮ জনকে ফাঁসির সাজার নির্দেশ বিশেষ আদালতের

আহমেদাবাদে ২০০৮ সালের বিস্ফোরণ মামলায় বিরল রায়দান করে দেখাল বিশেষ আদালত। এই ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া৪৯ জনের মধ্যে ৩৮ জনকেই ফাঁসির সাজা দিল গুজরাটের এক বিশেষ আদালত।

এই ঘটনার শুনানি পর্বের পরে কয়েকদিন আগেই ওই ৪৯ জনকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। দেশের ইতিহাসে একসঙ্গে এতজনকে ফাঁসির সাজার ঘটন এই প্রথম ঘটল। তাই সেদিক থেকে দেখলে এই সাজা ঘোষণা এক ঐতিহাসিক ঘটনা। এই ৩৮ জন বাদে বাকি ১১ জনকেও যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করার নির্দেশ দিয়েছে ওই বিশেষ আদালত।

সেদিন ছিল ২৬ জুলাই ২০০৮ সাল। ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠেছিল দেশের বস্ত্র নগরী হিসেবে খ্যাত আহমেদাবাদ। সেদিন মাত্র ১ঘণ্টা ১০ মিনিটের মধ্যে শহরের ২১ জায়গায় একের পর এক বিস্ফোরণ ঘটিয়েছিল আতঙ্কবাদীরা। আর সেদিনের সেই ঘটনায় মৃত্যু হয় মোট ৫৬ জন মানুষের। সেই ঘটনায় সেদিন আহত হন ২০০-রও বেশি মানুষ।

এই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে, এই বিস্ফোরণ ঘটিয়েছিল ইন্ডিয়ান মুজাহিদিন নামের জঙ্গী গোষ্ঠী। ২০০২ সালের গোধরা অগ্নিকাণ্ডের পরে গুজরাট দাঙ্গার বদলা নিতেই এই ঘটনা ঘটিয়েছিল ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী, এমন তথ্যই উঠে আসে তদন্তে।

২০০৯ সালের ডিসেম্বরে শুরু হয়েছিল এই মামলার শুনানি পর্ব। অভিযুক্তদের বিরুদ্ধে ইউএপিএ ধারাতে মামলা রুজু করা হয়। মোট ১ হাজার ১০০ জনের সাক্ষ্যগ্রহণ করা হয় এই মামলায়। মামলায় অভিযুক্ত ৭৭ জনের মধ্যে ২৮ জনকে ইতিমধ্যেই অব্যাহতি দেওয়া হয় এবং দোষী সাব্যস্ত করা হয় ৪৯ জনকে। তাদের মধ্যে থেকে ৩৮ জনকে শোনানো হল ফাঁসির সাজা।আহমেদাবাদ বিস্ফোরণ মামলা: ৩৮ জনকে ফাঁসির সাজার নির্দেশ বিশেষ আদালতের

Related posts

এসআইআর মাঝেই তৃণমূলের মেগা বৈঠক সোমবার, অভিষেকের নেতৃত্বে সাংসদ–বিধায়কদের পারফরম্যান্স রিভিউ

নবম–দশমের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ পিছোল, আগামী সপ্তাহে প্রকাশের সম্ভাবনা

বঙ্গ ভোটের প্রস্তুতি শুরু: এসআইআর পর্বেই ইভিএম চেকিং ও প্রশিক্ষণ, আজ বিশেষ বৈঠকে কমিশন