আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে মোদীর বাসভবনে চলছে বিশেষ বৈঠক

ডেস্ক: আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে চলছে বিশেষ বৈঠক। ভারত সমস্ত বিমান যোগাযোগ বন্ধ করলেও সেখানে আটকে থাকা নাগরিকদের জরুরি ভিত্তিতে দেশে ফেরানোর তোড়জোড় চলছে। বিশেষ বিমান পাঠিয়ে কাবুল থেকে ভারতীয়দের নিরাপদে ফেরাচ্ছে দিল্লি। এই পরিস্থিতিতে সেখানকার সামগ্রিক সংকট বুঝে ভারতের আশু কর্তব্য স্থির করতে মঙ্গলবার সন্ধেবেলা নিজের বাড়িতে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটিকে নিয়ে জরুরি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


মঙ্গলবার বিকেলে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটিকে নিয়ে এই বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও।


সূত্রের খবর, আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়মিত দেশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছেন। সোমবার গভীর রাত পর্যন্ত কাবুল থেকে বিমানের উড়ান নিয়ে সমস্ত আপডেট নেন। ভারতের যে সমস্ত নাগরিক এখনও আফগানিস্তানে আটকে রয়েছেন,তাঁদের কী ভাবে সুরক্ষিত ভাবে ফেরানো যায় তা নিয়ে অনবরত চেষ্টা করছে দিল্লির সরকার।

আরও পড়ুন: পেগাসাস মামলায় কেন্দ্রকে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট


মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনের এই বৈঠকে তাঁকে আফগানিস্তানের পরিস্থিতির যাবতীয় রিপোর্ট দেন অজিত ডোভাল। এদিনই কাবুল (Kabul) থেকে ভারতে ফিরেছেন সে দেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত রুদ্রেন্দ্র ট্যান্ডন। তাঁর মাধ্যমে সেখানকার সব খোঁজখবর নেওয়ার চেষ্টা করেন কেন্দ্রীয় মন্ত্রীরা। যদিও এই বৈঠকে রাষ্ট্রদূত ছিলেন না। তার আগে তিনি দিল্লিতে নেমেই সমস্ত রিপোর্ট পেশ করেছেন। আফগানিস্তানে বসবাসকারী ভারতীয় নাগরিকদের এই মুহূর্তে কী কী সাহায্য প্রয়োজন, তাও জানতে চাওয়া হয়েছে।


এদিকে, ভারতের প্রতি মনোভাব খানিকটা স্পষ্ট করেছে তালিবান। ভারত-পাকিস্তানের মধ্যে চিরকালীন কাশ্মীর সমস্যা নিয়ে তারা মাথা ঘামাবে না বলে প্রাথমিকভাবে প্রতিশ্রুতি দিয়েছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক