আজ, বুধবার সারা ভারতে পালিত হচ্ছে কৃষ্ণ জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনটি সবার জন্য বিশেষ। পুরাণ অনুসারে, রাত্রি বারোটায় রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। এই বিশ্বাস অনুসারে, বুধবার (৬ সেপ্টেম্বর) গৃহস্থরা জন্মাষ্টমী ব্রত পালন করছেন। বৈষ্ণব সম্প্রদায়ের নিয়ম অনুসারে তাঁরা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালন করবেন আগামী বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর)।
আজকের এই শুভ দিন উপলক্ষ্যে সারা দেশে ধুমধাম করে পালিত হচ্ছে কৃষ্ণ জন্মাষ্টমী। কৃষ্ণ ভক্তরা ভক্তি সহকারে তাঁদের দেবতার শিশু রূপকে পুজো করেন। এর পাশাপাশি অনেকে উপবাসও পালন করেন। ধর্মীয় বিশ্বাস যে জন্মাষ্টমীতে উপবাস এবং ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করলে ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ হয়।
ভাদ্রমাসের কৃষ্ণা অষ্টমীতে দেবকীর অষ্টম গর্ভে মথুরার কারাগারে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ৷ বিষ্ণুর নবম অবতার। দ্বাপরে কৃষ্ণ অবতারে ধরাধামে এসেছিলেন শ্রী বিষ্ণু। সেই পূণ্য তিথিতে দেশজুড়ে পালিত হয় জন্মাষ্টমী। এ বছর জন্মাষ্টমী তিথির বিস্তার দু’দিন ধরে। পঞ্জিকা অনুসারে ৬ ও ৭ সেপ্টেম্বর পড়েছে জন্মাষ্টমী তিথি।
স্মার্ত মতে, আজ দুপুর ৩টে ৩৮ মিনিটে অষ্টমী তিথির সূচনা হবে। শেষ হবে ৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৪টে ১৫ মিনিটে। এ কারণে ৬ সেপ্টেম্বর পালিত হবে কৃষ্ণ জন্মাষ্টমী। আবার জন্মাষ্টমী পুজোর শুভ সময় মাঝরাত ১২টা ২ মিনিট থেকে ১২টা ৪৮ মিনিট পর্যন্ত। তবে বৈষ্ণব সম্প্রদায়ের ক্ষণটা আলাদা। তাঁরা এই উৎসব বৃহস্পতিবার পালন করবেন। পুজো হবে আগামীকাল ভোর ৬টা ৯ মিনিটের পর।