টেটের পাশ নম্বর নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বহাল

কলকাতা: টেট পাশের নম্বর নিয়ে আপাতত বহাল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ের উপর এই মুহূর্তে হস্তক্ষেপ করবে না আদালত। বুধবার জানিয়ে দিল বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ।

২০২২ সালের ৩ নভেম্বর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই সংক্রান্ত নির্দেশ দেন। নির্দেশে তিনি বলেছিলেন, ২০১৪ এবং ২০১৭ র টেটে সংরক্ষিত বিভাগের যে প্রার্থীরা ৮২ পেয়েছেন তাদের টেট উত্তীর্ণ হিসাবে গণ্য করতে হবে। একইসঙ্গে এই প্রার্থীদের ২০২২-র টেটে বসার সুযোগ দিতে হবে।

মামলাকারিদের দাবি, ২০১৪ এবং ২০১৭ এর টেটে সংরক্ষিত বিভাগের বহু প্রার্থী ১৫০-এর মধ্যে ৮২ নম্বর পেয়েছে। ফলে এরা গড়ে ৫৪.৬৭ শতাংশ নম্বর পেয়েছে। নিয়ম অনুসারে ৫৪.৬৭ কে ৫৫ নম্বর হিসাবে গন্য করতে হবে। এবং ৫৫ পেলেই এরা টেট উত্তীর্ণ হিসাবে মান্যতা পাবেন।

এর আগে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টার্যের ডিভিশন বেঞ্চে রায় দ্বিধা বিভক্ত হয়। রায়দানের সময় দুই ভাগে বিভক্ত হয়ে যায় ডিভিশন বেঞ্চ, ভিন্নমত পোষণ করেন দুই বিচারপতি। তারপরে মামলা যায় বিচারপতি সৌগত ভট্টাচার্যের তৃতীয় বেঞ্চে।

Related posts

তৃণমূল শিক্ষা সেলের রাজভবন অভিযানে তুলকালাম, ‘পুলিশের রাজধর্ম পালনের’ কথা তুলে ধরলেন কুণাল

মমতা-অভিষেককে গাড়ির ধাক্কায় খুনের হুমকি দিয়ে পোস্টার, জোর চাঞ্চল্য

আজ ঝাড়গ্রাম ও ঘাটালে নির্বাচনী জনসভা, খড়্গপুরে রোড-শো মমতার