বাজেট অধিবেশনের পর আজ বিকেলে রাজ্যের মন্ত্রিসভার বৈঠক

আজ, মঙ্গলবার বিকেল ৪টেয় নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বসছে রাজ্যের মন্ত্রিসভার বৈঠক। বিধানসভার বাজেট অধিবেশনের পর এটিই প্রথম মন্ত্রিসভার বৈঠক।

এই বৈঠকে কর্মসংস্থান ও বিনিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। সম্প্রতি অনুষ্ঠিত ‘বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন’-এ যে বিনিয়োগ এসেছে, তা বাস্তবায়নের জন্য কিছু সংস্থাকে জমি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এছাড়া, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সমাবেশ রয়েছে। রাজনৈতিক মহলের মতে, তাঁর আগে এই মন্ত্রিসভার বৈঠক বিশেষ ভাবে তাৎপর্যপূর্ণ।

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে