প্রথম পাতা খবর বুধবার হবে রাজ্য মন্ত্রিসভার রদবদল, আসছে নতুন মুখ, ঘোষণা মমতার

বুধবার হবে রাজ্য মন্ত্রিসভার রদবদল, আসছে নতুন মুখ, ঘোষণা মমতার

315 views
A+A-
Reset

রাজ্য মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কবে হবে? তা নিয়েই জল্পনা ছিল। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, আগামী পরশু, বুধবার হবে রাজ্য মন্ত্রিসভার রদবদল। ঘোষণা করলেন, “৪-৫ জনকে সরাব, দলের কাজে নিয়ে যাব, ৫-৬ জনকে নিয়ে আসব।”

মুখ্যমন্ত্রী এ দিন বলেন, ‘সুব্রতদা, সাধনদার মতো সিনিয়র মন্ত্রীরা মারা গিয়েছেন। পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছেন। তাঁদের কাজগুলো কে করবে? আমার একার পক্ষে তো সব দেখা সম্ভব না। চাঁর- পাঁচজনকে আমরা মন্ত্রিসভা থেকে সরিয়ে দলের কাজে ব্যবহার করব। নতুন পাঁচ- ছ’ জনকে সেই জায়গায় নিয়ে আসা হবে।

‘মন্ত্রিসভার ভাবমূর্তি উদ্ধার করতে বড়সড় রদবদলের সম্ভাবনা রয়েছে, এমন প্রত্যাশা ছিল রাজনৈতিক মহলের। মুখ্যমন্ত্রী অবশ্য এ দিন দাবি, ছোট রদবদলই করা হচ্ছে। যাঁরা মন্ত্রিসভা থেকে বাদ যাবেন, তাঁদের দলের কাজে লাগানো হবে বলে জানিয়েছেন মমতা। মনে করা হচ্ছে, তরুণ মুখ এবং স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে, এমন নেতাদেরই মন্ত্রিসভায় নিয়ে আসা হতে পারে।

আরও পড়ুন :

রাজ্যে আরও ৭ নতুন জেলা, ঘোষণা মমতার

শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১০

কমনওয়েলথ গেমসের ভারোত্তলনে বাংলার ছেলে অচিন্ত্য শিউলির হাত ধরে এল সোনা

সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্রের প্রয়াণে শোকজ্ঞাপণ মুখ্যমন্ত্রীর

রবিবার সাতসকালেই সঞ্জয় রাউতের বাড়িতে হানা ইডির

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.