বিরোধীদের অভিযোগ উড়িয়ে কমিশন, পুরভোটে হচ্ছে না পুনর্নির্বাচন

রবিবাসরীয় কলকাতা পুরভোট ঘিরে ভুরিভুরি অভিযোগ উঠলেও সেই সব অভিযোগকে বিন্দুমাত্র পাত্তা দিতে নারাজ রাজ্য নির্বাচন কমিশন। বিরোধীরা যতই চিৎকার চেঁচামেচি করুক না কেন, কমিশনের স্পষ্ট বক্তব্য, কলকাতা পুরভোটে পুনর্নির্বাচনের কোনও প্রশ্নই নেই।

এদিকে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডেই পুনর্নির্বাচনের দাবি তুলেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। অপর দিকে প্রায় এই একই দাবিতে, সুর চড়িয়েছে বাম ও কংগ্রেসও। ইতিমধ্যে যা নিয়ে আদালতের শরণাপন্ন হয়েছে বাম বিজেপি।

রবিবার ভোট পর্ব শেষ হওয়ার পর থেকেই ক্ষোভে ফেটে পড়তে দেখা যায় সব বিরোধী দলকে। ভোটে ব্যাপক ছাপ্পা আর বোমাবাজির অভিযোগে সোচ্চার হয় বিরোধীরা। সন্ধায় রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ জানায় বিজেপি। অভিযোগ পৌঁছায় রাজ্যপালের কাছেও।

কিন্তু এত করেও রাজ্য কমিশনকে সন্তুষ্ট করতে ব্যার্থ বিরোধীরা। এখনও পর্যন্ত পুনর্নির্বাচনের দাবিকে আমল দিতে নারাজ কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, কমিশন প্রতিটি কেন্দ্রের রিপোর্ট ক্ষতিয়ে দেখেছে। কোনও বুথেই পুনর্নির্বাচন এর মতন কিছু হয়নি।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক