কলকাতা পুরভোট : প্রত্যাশা মতোই গণনার শুরুতেই তৃণমূলের জয় জয়কার

নির্বাচনের দিন যেমন দেখা গিয়েছিল একদিকে রয়েছে তৃণমূল আর অপরদিকে বাম বিজেপি কংগ্রেস সহ প্রায় সব রাজনৈতিক দল। মঙ্গলবার পুরভোটের গণনার শুরুতেও দেখা গেল প্রায় সেই একই ছবির পুনরাবৃত্তি। কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের প্রায় সব কটিতেই তৃনমূলের জয় জয়কার। বিরোধীদের ভাগ্যে ছিটেফোঁটা। সকাল ৯টা পর্যন্ত গণনার যে ফলাফল পাওয়া গিয়েছে, সেখানে দেখা যাচ্ছে ১৪৪ টি ওয়ার্ডের মধ্যে রাজ্যের শাসক দল তৃণমূল এগিয়ে রয়েছে ১১১টি আসনে। অপরদিকে বিরোধীরা সবাই মিলিত ভাবেও পেরোতে পারছে না ১০ এর গণ্ডি। এখনও পর্যন্ত ভোট গণনার যা ট্রেন্ড, সেখানে দেখা যাচ্ছে বিরোধী দলগুলির মধ্যে কিছুটা এগিয়ে রয়েছে বিজেপি। এখনও পর্যন্ত বিজেপি এগিয়ে রয়েছে মাত্র ৩টি ওয়ার্ডে। আর বাম এবং কংগ্রেস এগিয়ে রয়েছে মাত্র ২ টি করে ওয়ার্ডে।

ঠিক যেমনটা প্রত্যাশা করা গিয়েছিল, কলকাতা পুরভোটে গণনার ফলাফল একদম তেমনটাই হতে চলেছে। অন্তত গণনা শুরুর পর প্রথম এক ঘণ্টার ছবি সেটাই দেখাচ্ছে।

মঙ্গলের সকালে ৮টা থেকে শুরু হয়েছে কলকাতা পুরভোট গণনার কাজ। মোট ১৪৪ ওয়ার্ডে ৯৫০ প্রার্থীর ভাগ্য ঠিক হয়ে যাবে আর কিছু সময়ের মধ্যে। শহরের মোট ১১ কেন্দ্রে চলছে গণনার কাজ।

রাজ্যের প্রধান বিরোধী দলগুলোর যাবতীয় অভিযোগকে পাত্তা না দিয়ে কলকাতা পুরভোটে পুনর্নির্বাচনের দাবি আগেই উড়িয়ে দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। জানিয়ে দেওয়া হয়েছিল ভোট গণনা হবে নির্দিষ্ট সূচি মেনেই। এরপর ফল নিয়ে মোটামুটি একটা ধারণা সবাই করে নিয়েছিল নিজের নিজের মতো করে।

Related posts

‘বেরিয়ে যেতে পারেন’, অধীরকে কড়া কথা শুনিয়ে দিলেন খাড়্গে

কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ২

তাপপ্রবাহের মতো পরিস্থিতির মধ্যেই বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়