প্রথম পাতা খবর ‘ভ্যাকসিন থেকে প্রাপ্ত করের ৭০ শতাংশই পাচ্ছে রাজ্য’, মমতার চিঠির পাল্টা টুইটে বিঁধলেন নির্মলা

‘ভ্যাকসিন থেকে প্রাপ্ত করের ৭০ শতাংশই পাচ্ছে রাজ্য’, মমতার চিঠির পাল্টা টুইটে বিঁধলেন নির্মলা

270 views
A+A-
Reset

ডেস্ক: করোনায় প্রয়োজনীয় নানা ওষুধ ও সরঞ্জামের উপর থেকে কর উঠিয়ে নেওয়ার দাবি তুলে মোদীকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠির জবাবে ১৬টি টুইট করে সেই চিঠির পাল্টা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।


নির্মলার দাবি, ভ্যাকসিন থেকে প্রাপ্ত করের ৭০ শতাংশই পাচ্ছে রাজ্য। একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির ছবি পোস্ট করে ১৬ টুইটে বিষয়টি খোলসা করেছেন তিনি। তাঁর দাবি, দাম কম রাখতেই ভ্যাকসিনে ৫ শতাংশ ও ওষুধ-অক্সিজেন কনসেনট্রেটরে
১২ শতাংশ কর বসিয়েছে কেন্দ্র।

আরও পড়ুন: করোনা পরিস্থিতিতে ভার্চুয়াল সংসদীয় বৈঠকের দাবি জানিয়ে লোকসভা ও রাজ্যসভায় চিঠি ডেরেকের

টুইট করে নির্মলা জানিয়েছেন, যদি জিএসটি সম্পূর্ণ তুলে নেওয়া হয়, তাহলে শুল্কে পরিবর্তন আসবে। যার ফলে ক্রেতার কাছে আরও বেশি দামে ভ্যাকসিন-ওষুধ পৌঁছতে বাধ্য হবে নির্মাতারা। নির্মলা সীতারামন টুইটে এ-ও জানিয়েছেন, করোনার ওষুধকে আগেই বিভিন্ন কর থেকে বাদ দেওয়া হয়েছে। জিএসটি একেবারে হিসেব দিয়ে নির্মলা জানিয়েছেন, ১০০ টাকা জিএসটি নিলে ৭০ টাকারও বেশি পায় রাজ্য। তা ছাড়া টুইট করে আইজিএসটি থেকে বাদ পড়া ২৩টি পণ্যের তালিকা দেখিয়েছেন অর্থমন্ত্রী। যেখানে রেমডেসিভির থেকে শুরু করে চিকিৎসার অক্সিজেনও রয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.