স্বস্তিতে রাজ্য সরকার, অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলায় রাজ্য সরকারের তৈরি অতিরিক্ত শূন্যপদ (সুপারনিউমেরারি পোস্ট) নিয়ে সিবিআই তদন্ত হবে না। মঙ্গলবার সেই নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্তে যথাযথ পরামর্শ ও রাজ্যপালের অনুমোদন ছিল, ফলে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই।

২০২২ সালের মে মাসে প্রায় ছ’হাজার অতিরিক্ত পদ তৈরি করে বিজ্ঞপ্তি দিয়েছিল শিক্ষা দফতর। কলকাতা হাই কোর্ট সেই পদ তৈরিকে ‘আইনি নয়’ বলে রায় দিয়েছিল এবং সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছিল। এমনকি প্রয়োজনে মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতিও দিয়েছিল হাই কোর্ট। সেই রায়ের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য।

এই রায়ের ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং রাজ্য মন্ত্রিসভা আপাতত আইনি জট থেকে রেহাই পেল। যদিও চাকরি হারানো বহু প্রার্থীর মতে, দুর্নীতিপরায়ণদের শাস্তি না হলেও, যোগ্য হয়েও চাকরি হারানোদের জন্য সুবিচার এখনও অধরা।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক