প্রথম পাতা খবর ডিএ নিয়ে এ বার রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে চিঠি দিচ্ছেন সরকারি কর্মীরা

ডিএ নিয়ে এ বার রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে চিঠি দিচ্ছেন সরকারি কর্মীরা

226 views
A+A-
Reset

কলকাতা: বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ)-র দাবিতে রাজ্য সরকারি কর্মচারীরা ধর্না-অবস্থান করছেন শহিদ মিনারে। ৮ দিন ধরে চলছে রাজ্য সরকারি কর্মীদের ধর্না। এ বার বঞ্চনার অভিযোগ তুলে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে চিঠি দিতে চলেছেন তাঁরা।

আগামীকাল ২৪ ঘণ্টার প্রতীকী অনশনের ডাক দিয়েছে ৩৩টি সংগঠনের যৌথ মঞ্চ। একই সঙ্গে ডিএ নিয়ে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং রাজ্যপালকে চিঠি দিতে চলেছেন সরকারি কর্মচারী-অবসরপ্রাপ্ত কর্মীরা। জানা গিয়েছে, সবার কাছে হস্তক্ষেপ চেয়ে চিঠি দিতে চলেছে সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের যৌথ মঞ্চ।

আন্দোলনকারীদের দাবি, আদালতে রাজ্য হেরে গিয়েছে। সকলে আশা করেছিল সরকার সমস্ত ডিএ মিটিয়ে দেবে। কিন্তু তা না দিয়ে, টাকা খরচ করে সুপ্রিম কোর্ট গেল রাজ্য। আসলে রাজ্য সরকারের ডিএ দেওয়ার সদিচ্ছা নেই। তা থাকলে হাইকোর্টের রায়ের পর বকেয়া ডিএ দেওয়ার ব্যবস্থা করত রাজ্য।

তাঁদের কথায়, সরকারের পক্ষ থেকে বারে বারে বিভিন্ন অজুহাত দেওয়া হয়েছে। তা না হলে অন্য রাজ্যগুলো কী করে দিচ্ছে? কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্যের কর্মীদের ডিএ-র ফারাক এখন ৩৫ শতাংশ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.