ময়নাগুড়িতে রেল দুর্ঘটনায় উদ্ধারকাজের তদারকি চালাচ্ছেন রাজ্যের আধিকারিকরা: মুখ্যমন্ত্রী

ময়নাগুড়িতে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ। আর ময়নাগুড়ির এই রেল দুর্ঘটনার খবর শুনে রীতিমতন উদ্বিগ্ন হয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ঘটনার খবর পাওয়ার পরপরই এই বিষয়ে পুঙ্খানপুঙ্খভাবে খোঁজ খবর করেন মুখ্যমন্ত্রী। সঙ্গে সঙ্গেই রাজ্যের ও জেলার আধিকারিকদের নির্দেশ দেন ঘটনাস্থলে ছুটে যাওয়ার জন্য এবং ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধারকাজে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

এদিন দেশ ও রাজ্যের ভয়াবহ করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভার্চুয়াল বৈঠক চলাকালীনই এই রেল দুর্ঘটনার খবর এসে পৌঁছায় মুখ্যমন্ত্রীর কাছে। সেই মুহূর্তে ওই বৈঠকে বসেই তিনি নির্দেশ পাঠান রাজ্যের বিভিন্ন আধিকারিকদের কাছে। নির্দেশ পাঠান উত্তরবঙ্গের ডিম, এসপি, আইজি দের কাছেও।

এই ঘটনার পরপরই মুখ্যমন্ত্রী একটি ট্যুইট করেন, যেখানে তিনি লেখেন, “ময়নাগুড়িতে বিকানের গুয়াহাটি এক্সপ্রেস এর মর্মান্তিক দুর্ঘটনার কথা শুনে গভীর ভাবে উদ্বিগ্ন। রাজ্য সরকারের অধিকারীকদের ঘটনাস্থলে পাঠানো হয়। আহতদের যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা দেওয়া হবে।”

Related posts

আজ ঝাড়গ্রাম ও ঘাটালে নির্বাচনী জনসভা, খড়্গপুরে রোড-শো মমতার

রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগের দাবি, রাজভবন ঘেরাও তৃণমূল শিক্ষা সেলের

ফের তাপপ্রবাহের পরিস্থিতি, শুক্রবার কোন কোন জেলায় হাঁসফাঁস অবস্থা