জাল ওষুধ রুখতে কড়া পদক্ষেপ, অ্যাডভাইজারি জারি করছে রাজ্য

প্রতীকী ছবি

জাল ওষুধ রুখতে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর, আগামী সপ্তাহেই ওষুধের দোকান মালিক, ফার্মাসিস্ট এবং হোলসেলারদের জন্য অ্যাডভাইজারি জারি করা হবে। নবান্নে ইতিমধ্যেই এই নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে।

রাজ্য ড্রাগ কন্ট্রোল গত কয়েক দিন ধরেই জাল ওষুধ বিরোধী অভিযান চালাচ্ছে। অভিযোগ, মোটা ছাড়ের লোভ দেখিয়ে সাধারণ মানুষকে জাল ওষুধ দেওয়া হচ্ছে। সেই কারণেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অ্যাডভাইজারি প্রকাশের সিদ্ধান্ত।

সরকারের পরামর্শ অনুযায়ী সাধারণ মানুষের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকাও থাকছে:

  • ওষুধ কেনার সময় কিউআর কোড স্ক্যান করে তার প্রামাণিকতা যাচাই করতে হবে
  • ব্যাচ নম্বর দেখে সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইটে মিলিয়ে নেওয়া
  • ওষুধ সরবরাহকারী সংস্থার সম্পর্কে বিশদ তথ্য জেনে নেওয়া
  • যেখান থেকে ওষুধ কেনা হচ্ছে, সেই গোডাউন বা ইউনিটের লাইসেন্স সংক্রান্ত ইতিহাস খতিয়ে দেখা

এই সব বিষয় নজরে রেখে তবেই ওষুধ কেনার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক