স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে নতুন পদ সৃষ্টির প্রস্তাবে সিলমোহর রাজ্যের

স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ প্রক্রিয়ায় গতি আনতে নতুন পদ সৃষ্টির প্রস্তাবে সিলমোহর দিল রাজ্য। মন্ত্রিসভার বৈঠকে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনে দু’টি উপ-সচিব পদের অনুমোদন দেওয়া হয়েছে। খুব শীঘ্রই এই পদ পূরণ করা হবে বলে জানা গিয়েছে।

শিক্ষামহলের মতে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন করে নিয়োগ পরীক্ষা ও প্যানেল তৈরি করতে হবে। সেই কারণে এসএসসি-তে অতিরিক্ত পদ সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। এর ফলে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যাবে বলে মনে করা হচ্ছে।

এছাড়াও, রাজ্যে খেলাধুলা ও উদ্যোগপতি গড়ে তুলতে নতুন বিশ্ববিদ‌্যালয় গঠনের সিদ্ধান্ত হয়েছে। নেতাজি সুভাষ ইউনিভার্সিটি ফর স্পোর্টস অ্যান্ড এন্টারপ্রেনরশিপ নামের এই বিশ্ববিদ‌্যালয়ের বিল বিধানসভায় আনা হবে। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবে সিলমোহর পড়েছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক