পাহাড় বন্‌ধ স্থগিত, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই পিছু হঠলেন বিনয়রা

শিলিগুড়ি: পিছু হঠলেন বিনয় তামাং-বিমল গুরুংরা। রাজ্যের বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাবের বিরুদ্ধে হামরো পার্টি ও গোর্খা জনমুক্তি মোর্চার ডাকে বৃহস্পতিবার ১২ ঘণ্টার পাহাড় বন্‍ধ হচ্ছে না। আগামীকাল থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। সাধারণ মানুষের কথা ভেবেই বন্‍ধ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিনয় তামাং। যদিও সমালোচকদের দাবি, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই নিজেদের অবস্থান বদল করলেন গোর্খাল্যান্ডপন্থীরা।

সোমবারই বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব পাশ হয়েছে। এই প্রস্তাবে গোর্খাদের অপমান করা হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগকে হাতিয়ার করে মঙ্গলবার পাহাড়ে অনশন শুরু করেন গোর্খাল্যান্ডপন্থীরা। অজয় এডওয়ার্ড, বিনয় তামাংকে পূর্ণ সমর্থন করেছেন বিমল গুরুংও। রাজ্য সরকারের এই পদক্ষেপের প্রতিবাদে ৬ বছর পর পাহাড়ে ডাকা হয় বন্‌ধ। ২৩ ফেব্রুয়ারি পাহাড়ে ১২ ঘণ্টার বন্‌ধ ডেকেছিলেন গোর্খাল্যান্ডপন্থীরা।

মঙ্গলবারই শিলিগুড়ি থেকে মমতা হুঁশিয়ারি দেন, পাহাড়ে বন্‌ধের নামে আইন হাতে তুলে নিলে কাউকে রেয়াত করা হবে না। তিনি বলেন, ‘‘পাহাড়ে কোনো বন্‌ধ-টন্‌ধ হবে না। বন্‌ধ করলে আমরা সমর্থন করব না।’’ একই সঙ্গে তিনি বলেন, ‘‘পাহাড়ে কেউ কেউ মাঝেমধ্যে বন্‌ধ ডাকেন। তবে উন্নয়নের জন্য নয়। কী করে পাহাড়ে অশান্তি করা যায়, সে জন্য।’’

বুধবার কর্মসূচি স্থগিত রাখার ঘোষণা করেন বিনয় তামাংরা। তিনি বলেন, ‘‘আমরা বন্‌ধ ডাকিনি। জাতিগত আক্রমণের বিরুদ্ধে আমরা বন্‌ধের আবেদন জানিয়েছিলাম। আমরা বন্‌ধ স্থগিত রাখলাম। বিভিন্ন জনের কাছ থেকে ফোন আসছে আমাদের কাছে। আমরা প্রয়োজনে সাধারণ মানুষের কাছে যাব।” একইসঙ্গে তাঁর হুঁশিয়ারি, “বিধানসভায় আমাদের শরণার্থী, অনুপ্রবেশকারী বলা হয়েছে। আমাদের অপমান হয়েছে। মন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। নয়তো সংবিধান মেনেই এই আন্দোলন আরও উগ্র হবে।”

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক