চার দশকের অপেক্ষার অবসান। ইতিহাস গড়তে তৈরি ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। আজ, বুধবার, ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে নাসা ও স্পেস এক্স-এর যুগ্ম উদ্যোগে মহাকাশে পাড়ি দিচ্ছেন তিনি। ভারতীয় সময় অনুযায়ী দুপুর ১২টা ১ মিনিটে শুরু হবে শুভাংশুদের ঐতিহাসিক অভিযান।
১৯৮৪ সালে রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পা রাখতে চলেছেন শুভাংশু। স্পেসএক্স-এর ‘ড্রাগন’ মহাকাশযানে তাঁকে নিয়ে যাওয়া হবে ‘ফ্যালকন ৯’ রকেটের সাহায্যে। ১৪ দিনের এই অভিযানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অন্তত ৬০টি বৈজ্ঞানিক পরীক্ষানিরীক্ষা চালানো হবে।
এই অভিযানে শুভাংশুর সঙ্গে রয়েছেন নাসার প্রাক্তন নভোচর ও অভিযানের কমান্ডার রেগি হুইটসন, পোল্যান্ডের স্লায়োস উজ়নানস্কি-উইসনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু।
শুভাংশুর এই অভিযানে গোটা দেশ তাকিয়ে রয়েছে গর্বে ও উৎসাহে। ভারতীয় মহাকাশ গবেষণায় আজ যোগ হচ্ছে এক নতুন অধ্যায়।