Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
হঠাৎ বিধানসভায় ফিরহাদ-মলয়ের ঘরে দিলীপ ঘোষ, কারণটা কী - NewsOnly24

হঠাৎ বিধানসভায় ফিরহাদ-মলয়ের ঘরে দিলীপ ঘোষ, কারণটা কী

ডেস্ক : বুধবার বিধানসভার বৈঠকের পর হঠাৎ বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে দেখা গেল পরিবহণ মন্ত্রীফিরহাদ হাকিমের ঘরে। সেখান বেশ কিছুক্ষণ কাটানোর পর তাঁকে দেখা যায় আইনমন্ত্রী মলয় ঘটকের ঘরে। সৌজন্য সাক্ষাৎ না কি অন্য কোনো কারণ?

দিলীপ ঘোষ অবশ্য একে সৌজন্য সাক্ষাৎ বলেই দাবি করেছেন। তিনি যে অতীতেও বহুবার এসেছেন তাও জানিয়ে দেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘‘বহুবার এই ঘরে এসেছি। সকলের সঙ্গে আমার কথা হয়, আগে যেমন হতো। আপনারা চমৎকৃত হতে পারেন, আমি হচ্ছি না।’’

এ দিন বিধানসভায় কর কমানোর দাবিতে গলা ফাটান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা। তাঁরা ওয়াকআউট করেন। এর পরই দিলীপ ঘোষকে দেখ যায় ফিরহাদ হাকিমের ঘরে।

বুধবার দিলীপ ঘোষ প্রথমে প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের ঘরের সামনে দাঁড়িয়ে পড়েন। সেখানে বেশ কিছুক্ষণ থাকার পর চলে যান ফিরহাদ হাকিমের ঘরে। এর পর সর্ব ভারতীয় সহ সভাপতি যান আইনমন্ত্রী মলয় ঘটকের ঘরে। সেখানেও বেশ কিছুক্ষণ সময় কাটান তিনি। পরে তার সঙ্গে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ও অন্যান্য বিজেপি বিধাকদের সঙ্গে কথা হয়।

Related posts

ঘূর্ণাবর্তে আটকে শীত! কলকাতায় পারদ ১৮ ডিগ্রি, জেলায় কুয়াশার দাপট—জাঁকিয়ে শীতের অপেক্ষা দীর্ঘ

রাজ্যে শিক্ষক নিয়োগে গতি: প্রাথমিকের ১৩,৪২১ শূন্যপদে আবেদন শুরু, বছরে ৬২ হাজার নিয়োগের আশা

রাজভবনে অস্ত্র মজুতের অভিযোগ, তৃণমূল সাংসদ কল্যাণের বিরুদ্ধে ফৌজদারি মামলা, সর্বোচ্চ ৭ বছরের জেলের সম্ভাবনা