সারদা-রোজভ্যালি মামলা: জামিন পেলেন সুদীপ্ত সেন ও গৌতম কুণ্ডু

জামিন পেলেন দুই চিটফান্ড সংস্থার দুই কর্ণধার সুদীপ্ত সেন ও গৌতম কুন্ডু। সারদা এবং রোজ ভ্যালির তদন্তে ইডি মামলায় জামিন পেলেন এই দুই চিটফান্ড সংস্থার দুই কর্ণধার। বুধবার তাঁদের জামিন মঞ্জুর করেছে বিশেষ আদালত। আইন মোতাবেক যে সব ধারায় তাঁরা অভিযুক্ত, সেই সব ধরা অনুসারে সর্বোচ্চ শাস্তির মেয়াদের সময়সীমা ইতিমধ্যেই দুই চিটফান্ড সংস্থার এই দুই কর্ণধার সুদীপ্ত সেন ও গৌতম কুন্ডু পার করে ফেলেছেন। আর এই কারণেই চিটফান্ড সংস্থার দুই কর্ণধার সুদীপ্ত সেন ও গৌতম কুন্ডুকে বিচারক দুই আলাদা মামলায় জামিন মঞ্জুর করেন। ব্যক্তিগত এক লক্ষ টাকার বন্ডে তাঁদের জামিন হল। যদিও ইডি মামলায় জামিন হলেও এই দুজনের বিরুদ্ধে অন্যান্য মামলা এবং বিচার প্রক্রিয়া চলবে বলেই জানা গিয়েছে।

সরদার কর্ণধার সুদীপ্ত সেনের আইনজীবী আদালতকে বলেন, যেহেতু তাঁর মক্কেল নির্ধারিত অভিযোগগুলির সর্বোচ্চ সাজার বেশি সময় জেলে আছেন, তাই তাঁকে এই মামলা থেকে মুক্তি দেওয়া হোক। রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুন্ডুর জন্যেও একই যুক্তিতে মুক্তির আবেদন জানানো হয়। বিচারক অবশ্য দুজনকেই ৪৩৬ ধারায় জামিন মঞ্জুর করেন। শাস্তির মেয়াদ শেষের জন্য পুরো মুক্তি দেননি।

আদালত সূত্রে জানা যাচ্ছে যে, ইডির মামলায় জামিন পেলেও রাতারাতি তাঁদের জেলমুক্তি কঠিন। কারণ সিবিআই এবং রাজ্য পুলিশের মামলা রয়েছে। ভিনরাজ্যেও মামলা রয়েছে। সুদীপ্ত সেন এবং গৌতম কুন্ডু দুজনেই আপাতত কলকাতার প্রেসিডেন্সি জেলে রয়েছেন। সুদীপ্ত সেনের মামলার সংখ্যা গৌতম কুন্ডুর থেকে বেশি। বেশ কয়েকটি মামলায় জামিন হলেও তিনি বেল বন্ড জমা দেননি।

বিশেষ আদালতের কাছে তাঁদের যুক্তি, সর্বোচ্চ সাজার মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তাঁরা সংশ্লিষ্ট মামলা থেকে পুরো মুক্তি চান। ইডি সূত্রে খবর, এঁদের বন্দি রেখে তদন্তের প্রয়োজন আর নেই। তদন্ত নিজস্ব গতিতে চলবে। তবে এই গুরুত্বপূর্ণ মামলায় জামিন হলেও অন্যান্য মামলার কারণে তাঁদের জেলমুক্তি কবে হবে, তা নিয়ে প্রশ্ন থাকছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক