ডেস্ক: সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছিলেন আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা খাঁ। বাঁশ নিয়ে সুজাতা মণ্ডল খাঁকে তাড়া করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় তিনি আক্রান্ত হলেন বিজেপি কর্মীদের হাতে। চাষের খেত দিয়ে কার্যত পালিয়ে বাঁচানোর চেষ্টা করলেন।তখনও পিছন পিছন বিশাল লাঠি হাতে ছুটলেন গ্রামবাসীরা।তাঁর গাড়িও ভাঙচুরেরও চেষ্টা করেন উন্মত্ত গ্রামবাসীরা।
ভোট শুরুর পরপরই সুজাতা অভিযোগ করেছিলেন, ‘কিছু এলাকায় পরিস্থিতি ঠিক আছে। কিন্তু যে এলাকায় আমরা শক্তিশালী সেখানে তৃণমূলে ভোট দিলে তা চলে যাচ্ছে বিজেপিতে। আরান্দিতে আমাদের কর্মীদের মারধর করা হচ্ছে।’
কর্মীদের মার খাওয়ার পরপরই আরান্দিতে চলে যান সুজাতা। সেখান বিজেপি কর্মীদের ঘেরাও, হামলার মুখে পড়েন তিনি। সুজাতা পালটা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘তোরা বদমাইশি করছিস! বেরিয়ে আয়, লুকিয়ে পড়েছিস কেন, সামনে আয়!’ এরপরই বাঁশ হাতে সুজাতা খাঁকে তাড়া করতে দেখা যায় গ্রামবাসীদের। ধান খেতের মধ্যে রীতিমতো দৌড়ে পালান সুজাতা।
সুজাতার অভিযোগ, তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। ঘটনার প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ দেখান সুজাতা। তিনি বিজেপির বিরুদ্ধে বুথ দখলের চেষ্টার অভিযোগ করেছেন। সুজাতার অভিযোগ, তাঁর এজেন্টকে বুথে বসতে দেওয়া হচ্ছে না, অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট বুথে এসেছিলেন তিনি। তৃণমূল প্রার্থীর অভিযোগ, আরামবাগে দীর্ঘদিন ধরে দুষ্কৃতী ঢুকিয়ে রেখেছিল বিজেপি। আমরা বারবার প্রশাসনকে বলেছিলাম।
আরও পড়ুন: ভোটের ডিউটিতে এসে নাবালিকাকে শ্লীলতাহানি, অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে
পাল্টা বিজেপি সুজাতার বিরুদ্ধে অশান্তি পাকানোর অভিযোগ এনেছে বিজেপির। এই ইস্যুতে মুখ খুললেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। স্ত্রী সুজাতার অভিযোগ খারিজ করে বলেন, ‘তৃণমূলের উপর দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ গ্রামবাসী। আর সেই কারণেই এই ঘটনা।’ এদিকে স্বামীর মুখে এই কথা শুনে ক্ষুব্ধ সুজাতা। তাঁর বক্তব্য, ও পাগল হয়ে গিয়েছে।