ওয়েবডেস্ক : অমিত শাহ কলকাতা ছাড়ার একদিনের মধ্যে তৃণমূলে যোগ দিলেন, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ। দলে ফিরেই তিনি মন্তব্য করেন, যে দিন সৌমিত্রর সুবুদ্ধি হবে সেদিন তিনিও ফিরবেন।
সৌমিত্র ও সুজাতা দুজনেই তৃণমূল থেকে বিজেপিতে যান। আদালতের নির্দেশে সৌমিত্র ভোটের সময় নিজের নির্বাচনী কেন্দ্রে প্রবেশ করতে পারেন নি। তাঁর হয়ে বিজেপির প্রচার সামলান সুজাতা। জেতার জন্য স্ত্রীকেই যাবতীয় কৃতিত্ব দিয়েছিলেন সৌমিত্র।
কিন্তু বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক ও পারিবারিক ভাবে স্বামীর সঙ্গে দুরত্ব তৈরি হচ্ছিল। সেই কারণে এই সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল।
এ দিন সুজাতা সাংবাদিকদের বলেন, ‘‘আমি মনে করি পরিবার ও রাজনীতি সম্পূর্ণ আলাদা। দলবদলের জন্য যদি সংসার ভাঙে তাহলে সেটা সৌমিত্রর সিদ্ধান্ত। একটা দলে সম্মান পাচ্ছিলাম না তাই বিজেপি ছেড়েছি।’’
অন্যদিকে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সাংবাদিক বৈঠকে কেঁদে ফেলে বলেন,‘‘বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠাচ্ছি। হাত জোড় করে বলছি সই করে দিও। সম্পর্ক শেষ। খাঁ পদবিও ছেড়ে দিও।