কলকাতা : অবশেষে তিনি মুখ খুললেন। তৃণমূলের ভোট রণনীতির দায়িত্বে থাকা প্রশান্ত কিশোর টুইটে দাবি করলেন, পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে বিজেপি দুই অঙ্কের বেশি আসন পেতে রীতিমতো কালঘাম ছুটবে।
রাজ্যে দল পরিবর্তনের আসর যখন জমে উঠেছে তখন একাংশের ধারণা তৈরি হয়েছে পিকে-র জন্য অনেকে তৃণমূল ছাড়ছেন। সাংবাদমাধ্যম থেকে আড়ালে থাকা এই ভোট কৌশলী টুইটারে মন্তব্য করে বার্তা দিলেন পরিস্থিতি মোটেই তেমন নয়।
টুইটে তিনি লেখেন, ‘‘সাংবাদমাধ্যম যতই কৃত্রিম হাইপ তুলুক, বাস্তবে বিজেপি পশ্চিমবঙ্গে দুই অঙ্কের বেশি আসন পেতে হিমসিম খাবে। এই টুইট সেভ করে রাখুন, যদি বিজেপি এর থেকে ভালো ফল করে তবে আমি টুইটার ছেড়ে দেব।’’
বীরভূমে বিশাল রোড শো-র পর স্বাভাবিক ভাবেই উজ্জীবিত বিজেপি। কিন্তু তা যে ‘কৃত্রিম’ আগেই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমান সূত্রে খবর, তৃণমূল নেত্রী বলেছেন, যতই অমিত শাহ হাঁকডাক করুন বিধানসভা নির্বাচনে জিতবে বিজেপি।
তাকেই এবার স্পষ্ট করলেন দলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর।
আর পড়ুন : কৃষি আইনের বিরুদ্ধে একযোগে প্রতিবাদ, মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন শরদ পাওয়ারের