ছেলে পূর্ণমন্ত্রী হলে আরও বেশি খুশি হতেন সুকান্ত মজুমদারের মা

কলকাতা: কেন্দ্রের তৃতীয় নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রী হলেন সুকান্ত মজুমদার। জোড়া মন্ত্রক পেলেও প্রতিমন্ত্রীই করা হয়েছে তাঁকে। এই খবরে দলের কর্মী-সমর্থকদের মতোই সুকান্তর মা, স্ত্রী সকলেই খুব খুশি। তবে সুকান্তবাবুর মা নিবেদিতা মজুমদার জানাচ্ছেন, ছেলে পূর্ণমন্ত্রী হলে আরও বেশি খুশি হতেন তিনি।

রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে এবার শিক্ষামন্ত্রকের প্রতিমন্ত্রী করা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ডেপুটি হিসেবে কাজ করবেন সুকান্ত। পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকেরও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। সেক্ষেত্রে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ডেপুটি হিসেবে দায়িত্ব থাকবে তাঁর উপর।

এমনিতে প্রায় এক যুগ কেটে গেলেও বাংলা থেকে কোনও পূর্ণমন্ত্রী নেই কেন্দ্রে। মোদী মন্ত্রীসভার গত দ্বিতীয় মেয়াদেও বাংলা থেকে কাউকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়নি। তৃতীয় মেয়াদেও প্রতিমন্ত্রী হয়েছেন সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুর আগেও মন্ত্রীসভাতেও জাহাজ মন্ত্রকেরই মন্ত্রী ছিলেন। তবে সুকান্ত এবারই নতুন মন্ত্রক পেলেন। কিন্তু চাপা একটা আক্ষেপ রয়েই গিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্বের।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সুকান্তর মা নিবেদিতা মজুমদার ছেলের মন্ত্রী হওয়ার খবরে জানান, ‘খুবই আনন্দ হচ্ছে। ছেলেটা বাড়িতে থাকলে আরও ভাল লাগত। শুনলাম প্রতিমন্ত্রী হচ্ছে। ও যদি পূর্ণমন্ত্রী হত, আরও বেশি খুশি হতাম। ছোটবেলা থেকেও যে কাজটা করে, খুব মন দিয়ে কাজ করে। রাজ্য সভাপতি হওয়ার পর একটা দিনও বিশ্রাম পায়নি।’

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক