প্রায় নয় মাস মহাকাশে থাকার পর মঙ্গলবার পৃথিবীতে ফিরে আসেন নাসার নভোচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ত্যাগের কয়েক ঘণ্টা পর বুধবার ভোরে (IST) মহাকাশচারীদের বহনকারী স্পেসএক্স ক্যাপসুলটি মেক্সিকো উপসাগরে প্যারাসুট করে।
৫৯ বছর বয়সী উইলিয়ামস এবং ৬২ বছর বয়সী উইলমোরের প্রায় এক সপ্তাহ আইএসএসে থাকার কথা ছিল কিন্তু গত বছরের জুন থেকে তাঁরা সেখানে আটকে পড়েছিলেন।
বুধবার ভোর ৩টে ২৭ মিনিট নাগাদ (ভারতীয় সময়) তাঁদের নিয়ে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযান ফ্লরিডার সমুদ্রে অবতরণ করেছে। মহাকাশ থেকে পৃথিবী পর্যন্ত সুনীতাদের এই প্রত্যাবর্তন নিরাপদে হয়েছে বলে জানিয়েছে নাসা।