অনুব্রত মণ্ডলের জামিন মামলায় সিবিআই-কে নোটিস সুপ্রিম কোর্টের

কলকাতা: অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের মামলায় সিবিআইকে নোটিস দিল সুপ্রিম কোর্ট। গরুপাচার মামলায় অনুব্রতর জামিনের আবেদনের প্রেক্ষিতে সিবিআই-কে নোটিস দিল শীর্ষ আদালত।

কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন অনুব্রত। সেই আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। খারিজের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানান অনুব্রত। সেই মামলাতেই এ বার সিবিআই-কে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। নোটিস পাঠাল বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ।

সিবিআইয়ের দাবি, অনুব্রত বীরভূমের জেলা সভাপতি পদে থেকেছেন বছরের পর বছর। সে জেলায় কার্যত তাঁর একচ্ছত্র অধিকার চলেছে। সেই ক্ষমতাকে কাজে লাগিয়েই গরু পাচারের মতো ঘটনায় যোগ রয়েছে তাঁর। পাল্টা অনুব্রতর আইনজীবীও বারবার আদালতে দাবি করেছেন, এই সব দাবির কোনও বাস্তব ভিত্তি নেই। এই আবহে অনুব্রতর জামিন মামলায় সিবিআইকে নোটিস দিল সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু জানান, আদালত সিবিআইকে নোটিস জারি করার নির্দেশ দিচ্ছে। তদন্ত কোন পর্যায়ে রয়েছে, তা জানা দরকার বলেও মনে করেন বিচারপতি। তার পরেই জামিনের আবেদন বিবেচনা করা হবে বলে জানিয়েছেন তিন।

Related posts

বিকেল ৫টা পর্যন্ত বাংলার সাত লোকসভা কেন্দ্রে ভোট পড়ল ৭৩ শতাংশ

হুগলির ধনিয়াখালিতে বিক্ষোভের মুখে লকেট, অশান্ত পরিস্থিতি

ভোট চলাকালীন ঝেঁপে বৃষ্টি, ছাতা মাথায় ভিড় ভোটারদের