সুপ্রিম কোর্টে আরজি কর মামলার সপ্তম শুনানি, রাজ্য সরকারকে প্রশ্নের জবাব দিতে হবে আজ

আজ, মঙ্গলবার সুপ্রিম কোর্টে হতে চলেছে বহুল আলোচিত আরজি কর সংক্রান্ত মামলার সপ্তম শুনানি। সিভিক ভলান্টিয়ার নিয়োগকে ‘রাজনৈতিক স্বজনপোষণের সুন্দর পন্থা’ হিসেবে চিহ্নিত করে এর আগের শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশ্যে ছ’টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছিলেন।

আজকের শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারকে সেই প্রশ্নগুলির জবাব দিতে হবে। এর পাশাপাশি, সিবিআইকে মামলার তদন্তের অগ্রগতির রিপোর্টও জমা দিতে হবে আদালতে। এদিন কেন্দ্রীয় সরকারও জাতীয় টাস্ক ফোর্স নিয়ে একটি রিপোর্ট পেশ করবে শীর্ষ আদালতে।

এই শুনানি নিয়ে রাজ্য ও কেন্দ্রের প্রশাসনিক মহলে উত্তেজনা বিরাজ করছে, কারণ মামলার পরবর্তী রায় পশ্চিমবঙ্গে সিভিক ভলান্টিয়ার নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন