324
নন্দীগ্রাম: মঙ্গলবার নন্দীগ্রামে জনসংযোগ যাত্রায় যোগ দিতে যাওয়ার পথে ‘ চোর ‘ স্লোগান শুনলেন শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার নন্দীগ্রামে বিজেপি সংখ্যালঘু সেলের পক্ষ থেকে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে একটি সভার আয়োজন করা হয়। সেই সভায় যোগদান করতে যাচ্ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।
এ দিন সামসাবাদে বিরোধী দলনেতা শুভেন্দুর উদ্দেশে ওই স্লোগান দিল তৃণমূল। তবে এ সব উপেক্ষা করেই এগিয়ে যায় শুভেন্দুর কনভয়। পরে এই ঘটনাকে নিয়ে শুভেন্দুর মন্তব্য, ‘‘হাতি বাজারে চললে পেছনে অনেকেই চিৎকার করবে!’’