প্রথম পাতা খবর বাড়ি ঘেরাওয়ের ডাকে প্রশ্নের মুখে বিজেপি নেতাদের নিরাপত্তা, এফআইআর শুভেন্দুর

বাড়ি ঘেরাওয়ের ডাকে প্রশ্নের মুখে বিজেপি নেতাদের নিরাপত্তা, এফআইআর শুভেন্দুর

145 views
A+A-
Reset

কলকাতা: বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দেওয়ায় এ বার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার হেয়ার স্ট্রিট থানায় এফআইএর দায়ের করেন তিনি।

শুভেন্দুর দাবি, ঘেরাওয়ের ডাক দিয়ে বিজেপি নেতাকর্মীদের নিরাপত্তা প্রশ্নের মুখে ফেলা হয়েছে। উস্কানিমূলক ভাষণের জন্যই তৃণমূল সুপ্রিমো ও তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন তিনি।

শুক্রবার ২১ জুলাইয়ের মঞ্চ থেকে ৫ অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দেন অভিষেক ও মমতা। তাঁদের ভাষণের সেই অংশের ইংরাজি তর্জমা করে শুভেন্দু অভিযোগ করেছেন, এই কর্মসূচি ভারতের সংবিধান বিরোধী। ভারতের সংবিধান প্রত্যেক নাগরিককে স্বাধীনভাবে ঘোরাফেরা করার অধিকার দেয়। এফআইআর-এ মমতা ও অভিষেকের বিরুদ্ধে ১৫৩, ১৫৩এ, ১৫৩বি, ৫০৫, ১২০বি ধারায় মামলা দায়েরের আবেদন জানানো হয়েছে।

১০০ দিনের কাজের টাকা বন্ধের প্রতিবাদ করতেই এই কর্মসূচি বলে জানিয়েছিলেন অভিষেক ও মমতা। এই কর্মসূচির ঘোষণা করে অভিষেক জানিয়েছিলেন, “আগামীদিনে বাংলার মানুষ দিল্লি গিয়ে নিজের অধিকার ছিনিয়ে আনবে। নিজের অধিকারের স্বার্থে লড়বে। আগামী ৫ আগস্ট শনিবার বিজেপির সমস্ত বুথ, অঞ্চল, ব্লক, জেলা থেকে রাজ্য শান্তিপূর্ণভাবে বাড়ি ঘেরাও। সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা গণঘেরাও। তবে বাড়িতে কোনো বৃদ্ধ মানুষ থাকলে তাঁকে ছেড়ে দেবেন। কিন্তু বিজেপি নেতা বাড়ি থেকে বেরোবেও না ঢুকবেও না। কিন্তু গায়ে হাত দেবেন না। গণঘেরাও কর্মসূচি হবে। তারপর দিল্লি ঘেরাও হবে। সর্বশক্তি লাগিয়ে দেব। ট্রেনে করে বুকে আশা বেঁধে দিল্লি চলো।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.