ট্যাব-কাণ্ড: শিলিগুড়ি থেকে গ্রেফতার একাধিক ব্যক্তি, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের অধীনে একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বরাদ্দ ট্যাবের টাকা আত্মসাতের ঘটনায় এবার শিলিগুড়ি থেকে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। বিধাননগর সাইবার থানার তদন্তে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য।

শনিবার রাতে শিলিগুড়ির নৌকাঘাট এলাকা থেকে মেহবুব হুসেন নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। তিনি নৌকাঘাট এলাকারই বাসিন্দা এবং শিলিগুড়ির একটি সংস্থায় হিসাবরক্ষকের কাজ করতেন। পুলিশের দাবি, ট্যাব প্রকল্পের টাকা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছিল। রবিবার তাঁকে জলপাইগুড়ি আদালতে হাজির করানো হয় ট্রানজিট রিমান্ডে।

এ ছাড়া, মাটিগাড়া এলাকা থেকে নজরুল ইসলাম ও তাঁর স্ত্রী রুকসানা খাতুন নামে এক দম্পতিকে গ্রেফতার করে পশ্চিম মেদিনীপুর পুলিশের বিশেষ দল। তদন্তে উঠে এসেছে, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০ হাজার টাকা ঢুকলে তা দ্রুত তুলে নেওয়া হয়। ধারণা করা হচ্ছে, তাঁরা নিজেদের অ্যাকাউন্ট ভাড়া দিয়েছিলেন। রবিবার তাঁদেরকেও জলপাইগুড়ি আদালতে হাজির করা হয়।

একই সময়ে, আলিপুরদুয়ার থেকে প্রবীর দাস নামে আরও একজনকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার অপরাধ থানার পুলিশ।

পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি থানায় একটি স্কুল থেকে প্রায় ৭০ হাজার টাকা বিভিন্ন অ্যাকাউন্টে চলে যাওয়ার অভিযোগের ভিত্তিতে এই তদন্ত শুরু হয়। স্কুল কর্তৃপক্ষ নভেম্বরের ১৬ তারিখে অভিযোগ দায়ের করেছিল। সরকারি আইনজীবী জানিয়েছেন, অভিযুক্তদের রিমান্ডে নিয়ে আরও তদন্ত চালানো হচ্ছে।

উল্লেখযোগ্যভাবে, এই ট্যাব-কাণ্ডে এখনও পর্যন্ত অন্তত ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার উত্তর ২৪ পরগনার চোপড়া থেকে দু’জনকে গ্রেফতার করা হয়।

Related posts

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে

চতুর্থীর সন্ধ্যায় অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে সক্রিয় হওয়ার বার্তা শোভন চট্টোপাধ্যায়ের

মুখ্যমন্ত্রীর দাবি মেনে অবশেষে ক্ষতিপূরণ দিল সিইএসসি ! মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা