‘সকলকে জানিয়েই করব’, তৃণমূল ছাড়ার জল্পনা উড়িয়ে বললেন তাপস রায়

কলকাতা: আগামী সপ্তাহের মধ্যেই তৃণমূল ত্যাগ করছেন বরানগরের বিধায়ক তাপস রায়। রবিবার রাজ্য-রাজনীতিতে ছড়িয়েছে এমনই জল্পনা। সেই জল্পনা নিয়ে কী বললেন তিনি?

সম্প্রতি তাঁর বাড়িতে ইডি গিয়েছে। এই পিছনে ‘ষড়যন্ত্র’ আছে বলেই অভিযোগ করেছিলেন তাপস রায়। সেই ষড়যন্ত্রের পিছনে বর্ষিয়ান তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে বলে ইঙ্গিত করেছিলেন তাপস রায়। তাঁর কথায়, “উত্তর কলকাতায় প্রার্থী হিসেবে আমার নাম উঠে আসছে। আমি যাতে টিকিট না পাই, তাই আমার বাড়িতে ইডি ঢোকাচ্ছে। রাজ্যসভা, লোকসভা, রাজ্য মন্ত্রীসভার অন্তত ৪০ জন আমাকে এই কথা বলেছে।”

একই সঙ্গে তাঁর সংযোজন, “১২ তারিখ আমার বাড়িতে ইডি তল্লাশি চলছে। আর তখন উত্তর কলকাতায় স্বামীজির বাড়িতে তৃণমূল নেতানেত্রীরা উল্লাস করছিলেন। অনেক যুব নেতানেত্রীও ছিলেন। তবে হ্যাঁ, তাঁরা প্রতিবাদও জানিয়েছিলেন।”

এমন জল্পনা ছড়ায় তিনি তৃণমূল ছাড়তে চলেছেন। রবিবার তাপস অবশ্য নিজেই জানিয়েছেন, “কে কী খবর বলছে, আমি জানি না। আমার দল পরিবর্তন অথবা অন্য কোনও কিছু নিয়েই আমি কিছু বলব না। যদি কখনও কিছু করি, সেটা সকলকে জানিয়েই করব। সাংবাদিক সম্মেলন করে জানাব। আমার কোনও কিছু লুকোনোর নেই।”

এমনিতে দলে অত্যন্ত সক্রিয় নেতা তাপস রায়। নিজের বিধানসভা এলাকাতেও যথেষ্ট সময় দিয়ে থাকেন। তাঁর বিধানসভা এলাকায় ঘনিষ্ঠদের কাছেও বিধায়কের দলবদলের কোনো খবর নেই বলে জানা গিয়েছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক