মমতার ধরনামঞ্চে চমক! তৃণমূলে যোগ দিলেন তরুণ কুমারের নাতি সৌরভ

কলকাতা: রেড রোডে দু’দিনের ধরনায় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তৃণমূলে যোগ দিলেন তরুণ কুমারের নাতি তথা অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায়। টলিপাড়ার অন্যতম জনপ্রিয় মুখ সৌরভ।

তৃণমূল পরিবারের সদস্য হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানালেন সৌরভ। তাঁর যোগদানের পর মমতা বলেন, “উত্তম কুমার, তরুণ কুমারের প্রতি আমার অগাধ সম্মান। এই পরিবার বাংলার সম্মানীয় পরিবার। তাঁর পরিবারের সঙ্গেও আমার পরবর্তীতে ভালো যোগাযোগ হয়েছে।”

কিন্তু কেন তৃণমূলে যোগ? এ প্রশ্নে সৌরভ বলেন, “আমি ছোটোবেলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে বড়ো হয়েছি। তাঁর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়েছি। তিনি আমাকে অত্যন্ত ভালবাসেন। তিনি যে ভাবে লড়াই করছেন তা অনবদ্য। আর আমার তাই মনে হয় যে তৃণমূলে যোগদান করা উচিত এবং এই লড়াইয়ে সামিল হওয়া উচিত।”

অভিনেতার তৃণমূলে যোগ দেওয়ার সময় ধরনামঞ্চে ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, দোলা সেন, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, বীরবাহা হাঁসদা-সহ অন্যান্যরা।

Related posts

সপ্তমীতে স্বস্তি, তবে নবমী-দশমীতে ফের ভিজতে পারে পুজো

বিজয়ের সভায় পদপিষ্টে মৃত ৩৯, তদন্ত কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?