তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন, শিক্ষামন্ত্রীর কাছে স্কুল বন্ধ রাখার আবেদন শিক্ষক সংগঠনের

হাঁসফাঁস অবস্থা গরমে। ছবি: রাজীব বসু

কলকাতা: তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। মঙ্গলবার বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে রাজ্যের স্কুলগুলি বন্ধ রাখার আবেদন জানানো হল।

২০ এপ্রিল পর্যন্ত একাধিক রাজ্যের জন্য একটি তাপপ্রবাহ সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া বিভাগ (IMD)। সতর্ক করে দিয়ে জানানো হয়েছে, এই পুরো সপ্তাহে তাপমাত্রা খুব বাড়তে চলেছে, যে কারণে হাঁসফাঁস অবস্থা থাকবে। সাধারণ মানুষকে শুধুমাত্র প্রয়োজনে বাইরে যেতে বলা হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য ২০ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আইএমডি। কারণ এই অঞ্চলে দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকবে। এমন পরিস্থিতিতে রাজ্যের স্কুলগুলি বন্ধ রাখার আবেদন জানানো হল শিক্ষক সংগঠনের তরফে।

বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে একটি মেল পাঠানো হয়েছে শিক্ষামন্ত্রীর কাছে। যাতে বলা হয়েছে, ২২ এপ্রিল পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দাবদাহ কমার সম্ভাবনা নেই। তাই শিক্ষা দফতর বিবেচনা করে আগামী ২২ তারিখ পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিলে ভাল হয়।

Related posts

দেশের ৪৯টি আসনে ভোটের হার ৬০.০৯ শতাংশ, পশ্চিমবঙ্গের সাতটি আসনে ৭৪.৬৫ শতাংশ

বিজেপির বিজ্ঞাপনে হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশ

বিকেল ৫টা পর্যন্ত বাংলার সাত লোকসভা কেন্দ্রে ভোট পড়ল ৭৩ শতাংশ