ঘন কুয়াশার চাদরে ঢাকল কলকাতা, নামল তাপমাত্রার পারদ

কলকাতা: ঘন কুয়াশার চাদর। মঙ্গলবার আরও কিছুটা নামল তাপমাত্রার পারদ। হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে আরও পরিবর্তন হবে তাপমাত্রার।

মঙ্গলবার সকালে কলকাতায় সকালে গাঢ় কুয়াশা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। আগের দিনের থেকে প্রায় ১ ডিগ্রি নীচে নামল পারদ। কাল বাদে পরশু, বৃহস্পতিবার থেকেই বদলাতে শুরু করবে আবহাওয়া। বেশ খানিকটা পারদ পতনের জোরালো সম্ভাবনা। কলকাতার পাশাপাশি জেলায় জেলায় তাপমাত্রা আরও তিন থেকে চার ডিগ্রি নীচে থাকবে। পশ্চিমাঞ্চলের জেলার তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রির নীচে।

উল্লেখযোগ্য ভাবে, ২০২২-এর শেষ দিনে (শনিবার) কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। ২০২৩-এর প্রথম দিন (রবিবার) সেটাই বেড়ে হয়েছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকালে খানিকটা কমে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস।

প্রসঙ্গত, বিপরীত ঘূর্ণাবর্ত, নিম্নচাপ, জলীয় বাষ্পের দেওয়াল, একের পর এক বাধার সম্মুখীন হয়েছে এই রাজ্যের শীত। তবে জাঁকিয়ে শীতের আরেকটা স্পেল আসতে চলেছে বলে এখনও পর্যন্ত আশ্বাস দিচ্ছেন আবহাওয়াবিদরা।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?