ফের বিপুল পরিমাণ টাকা উদ্ধার কলকাতায়, গ্রেফতার ৮

কলকাতা: আবারও বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে হাওয়ালার বিপুল পরিমাণ টাকা উদ্ধার করল বড়োবাজার থানার পুলিশ।

জানা গিয়েছে, হাওয়ালা সংক্রান্ত লেনদেনের খবর গত কয়েক দিন ধরেই ছিল পুলিশের কাছে। সেই মতোই গোপন সূত্রে খবর পেয়ে মহাত্মা গান্ধী রোডের কাছে কপিলচরণ বেহারা নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তাঁর কাছ থেকে উদ্ধার হয় নগদ ১২ লক্ষ টাকা।

টাকার উৎস সম্পর্কে সদুত্তর দিতে না পারায় কপিলকে গ্রেফতার করে এসটিএফ। তাকে জিজ্ঞাসাবাদ করে রবীন্দ্র সরণিতে অবস্থিত একটি অফিসের সন্ধান পায় পুলিশ। সেখানে হানা দিয়ে পাঁচ জনকে প্রথমে আটক করা হয়। উদ্ধার হয় প্রায় ১৬ লক্ষ টাকা। এই টাকার উৎস সম্পর্কেও কোনো সদুত্তর দিতে পারেনি ওই অফিসের মালিক গৌরব প্রজাপতি এবং চিরাগ রমেশভাই প্রজাপতি-সহ আটক পাঁচ জন। ফলে তাদেরও গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধৃত মোট ছ’জনের কাছ থেকে উদ্ধার হওয়া টাকার পরিমাণ ২৭ লক্ষ ৯৭ হাজার ৭০০ টাকা। এই মামলায় এখনও পর্যন্ত মোট আট জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ৩৭৯-তে মামলা দায়ের করা হয়েছে।

Related posts

চাকরি বাতিলের রায়ে সায়, তবে মন্ত্রীসভার বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

অবশেষে দেখা গেল বৃষ্টির সম্ভাবনা! কবে থেকে?

সাতসকালে বড়বাজারে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন