ভয়ঙ্কর করোনা পরিস্থিতি, সব মামলার তদন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত সিবিআই-ইডির

ডেস্ক: রাজ্যের করোনার পরিস্থিতিতে ভয়াবহ। এর জেরে সমস্ত মামলার তদন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় দুই তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তদন্তকারীদের দফতরে কোনও সাক্ষীকে হাজিরার নোটিস দেওয়া হবে না। ইতিমধ্যেই যাঁদের তলব করা হয়েছে, তাঁদেরও হাজিরার দিন পিছনো হচ্ছে বলে সূত্রের খবর।

সূত্রের খবর, আগামী ১০ দিন কাউকেই জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে না। যাঁদের তলব করা হয়েছে, তাঁদেরও আসতে বারণ করা হয়েছে।

আরও পড়ুন: একধাক্কায় অনেকটা কমল কোভিড আক্রান্তের সংখ্যা, দৈনিক মৃত্যুর সংখ্য বেড়েছে


সূত্রের খবর, সিবিআই দফতরে ইতিমধ্যেই ১৬ জন অফিসার করোনা আক্রান্ত। যেহেতু এ হারে অফিসাররা করোনা আক্রান্ত হচ্ছেন, সেক্ষেত্রে কাউকে তলব করে জিজ্ঞাসাবাদ করাটা যথেষ্ট ঝুঁকিপূর্ণ। হু হু করে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা থাকছে। অন্যদিকে যাঁদের সাক্ষী বা অভিযুক্ত হিসাবে তলব করা হচ্ছে, তাঁরা কিংবা তাঁদের পরিবারের কেউ না কেউ করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনাও এ মুহূর্তে থাকছে। সবদিক চিন্তা করেই এরপর দুই গোয়েন্দা সংস্থার কলকাতা শাখা এই সিদ্ধান্ত নেয়।

Related posts

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, কী বলছেন অভিযোগকারী

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে তোলপাড় রাজ্য

মাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে ৫৭, কোন স্কুলের কে পেল স্থান? রইল সম্পূর্ণ তালিকা