ভাতারে ভয়াবহ বিস্ফোরণ, আহত ২

ডেস্ক: ভাতারে ভয়াবহ বিস্ফোরণ। ভোর বেলায় ভাতারের বাণেশ্বর পুর গ্রামে একটি মাটির বাড়িতে বিস্ফোরণ। তীব্রতা এতটাই ছিল সেই বিস্ফোরণের যে গুঁড়িয়ে যায় গোটা বাড়ি। ঘটনায় আহত হয়েছেন ২ জন। পুলিশের অনুমান বাড়ির মধ্যেও বোমা মজুত করে রাখা হয়েছিল।


গ্রামবাসীরা জানিয়েছেন তীব্র বিস্ফোরণের শব্দ পেয়ে তাঁরা বাড়ি থেকে বেরিয়ে আসেন। দেখেন জামরুল মল্লিক এবং তাঁর স্ত্রীমারজেদা বিবি ও তাঁর ছেলে লালচাঁদ বাড়ির ভেতরে আটকে ছিলেন। তাঁদের উদ্ধার করেন স্থানীয় গ্রামবাসীরাই। ২ জনকে জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মধ্যে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসার পর আর একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

আরও পড়ুন: এবার স্বাধিকার ভঙ্গের নোটিস পেলেন শুভেন্দু অধিকারী


কীভাবে বাড়ির ভেতরে বোমা এল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। বাড়ির বাসিন্দাদের দাবি বাইরে থেকে বোমা ছোড়া হয়েছিল। কিন্তু পুলিশের প্রাথমিক অনুমান বাড়িতে বোমামজুত রাখা হয়েছিল। তার থেকেই তীব্র বিস্ফোরণ। বাড়ির বাসিন্দাদের আটক করে জেরা করা হচ্ছে। কোথা থেকে বোমা আনা হল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। 

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে