তারাতলা রোডের উপর এফসিআই গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন

ডেস্ক: আগুন লাগল তারাতলা রোডের উপর এফসিআই গুদামে। গুদামে দাহ্য বস্তুর মজুত থাকার ফলে হু হু করে আগুন ছড়াতে থাকে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। আগুন নেভাতে এখনও লড়াই চালাচ্ছে দমকলের ২০টি ইঞ্জিন। বন্ধ হয়েছে তারাতলা রোড। গোটা এলাকায় ছড়িয়েছে আতঙ্ক।  পাশাপাশি মোট সাতটি গোডাউনে আগুন লেগেছে।


তারাতলায় এফসিআই (FCI)-এর যে গোডাউনে আগুন লেগেছে, সেখানে বন্দরের বিভিন্ন সামগ্রী মজুত রয়েছে। কী ভাবে এই আগুন লাগল তা এখনই স্পষ্ট করে বলা সম্ভব নয়। এলাকায় ঢোকার বিভিন্ন রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। যেহেতু এই গোডাউনে প্রচুর দাহ্য বস্তু মজুত, তাই আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। যে এলাকায় এই আগুন লেগেছে, তার আশেপাশে কোনও বাড়ি নেই ঠিকই। তবে যেহেতু শতাধিক গোডাউন রয়েছে এই চত্বরে, স্বভাবতই বাড়ছে উদ্বেগ।

আরও পড়ুন: সপ্তাহান্তে জোরদার নিম্নচাপের ইঙ্গিত দিল আবহাওয়া দফতর


দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, “আমাদের সিনিয়র অফিসাররা ঘটনাস্থলে পৌঁছেছেন। খবর সবই আসছে। আমরা আশা করছি সবরকম ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনব। আমি যা জানতে পেরেছে ওখানে প্রায় ১০০টা গোডাউন রয়েছে, পাঁচটি গোডাউনে ছড়িয়েও গিয়েছে।”

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক