ডেস্ক: ভোপালের সরকারি হাসপাতালের শিশুদের ওয়ার্ডে ভয়াবহ আগুন। চার শিশুর মৃত্যু হয়েছে। সূত্রের খবর, সোমবার রাত ৯টা নাগাদ এই আগুন লাগার ঘটনা ঘটে। সরকারি পরিচালিত এই হাসপাতাল ভবনের তৃতীয় তলে আগুন লাগে। মূলত হাসপাতালের যে পাশে আগুন লাগার ঘটনা ঘটে, সেখানে পেডিয়াট্রিক আইসিইউ ছিল। কী ভাবে এই আগুন লাগার ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়।এই ঘটনায় মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।
মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার। ঘটনা সম্পর্কে খোঁজ নেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মধ্যপ্রদেশের মন্ত্রী বিশ্বাস সারঙ্গ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ খতিয়ে দেখেন। কী কারণে আগুন লাগে, তা এখনও স্পষ্ট নয়।
জানা গিয়েছে, ঘটনার সময় শিশু বিভাগে ৪০জন শিশু ভর্তি ছিল। আতঙ্কে শুরু হয় হুড়োহুড়ি। হাসপাতালে ভর্তি শিশুদের পরিজনদের অভিযোগ, শিশুদের উদ্ধারের চেষ্টা না করে হাসপাতালের কর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ৪ শিশুর মৃত্যু হয়েছে বলে খবর।
আরও পড়ুন: সুষমা স্বরাজ, অরুণ জেটলিকে মরণোত্তর সম্মাননা, একনজরে পদ্ম পুরস্কারের তালিকা
হাসপাতাল সূত্রে খবর, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে হাজির হয় দমকলের ১২টির বেশি ইঞ্জিন। দীর্ঘ চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। টুইটারে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। শিবরাজ সিং চৌহান লেখেন, ‘হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন লাগার ঘটনা অত্যন্ত দুঃখজনক। খুবই দ্রুততার সঙ্গে উদ্ধারকার্য সম্পন্ন করা হয়। আগুন নিয়ন্ত্রণেও আনা সম্ভব হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় গুরুতর অসুস্থ তিন শিশুকে বাঁচানো সম্ভব হয়নি। ঈশ্বর ওদের আত্মাকে শান্তি দিন। এই শিশুদের প্রিয়জনের প্রতি আমার গভীর সমবেদনা রইল। যারা এই ঘটনায় আহত হয়েছে, তারাও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক আমার কামনা রইল।’