মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদন নিয়ে আদালতে যাচ্ছে বিজেপি

ডেস্ক : মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবদেন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হল পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি।

এর আগে মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের আবেদন জানিয়ে বিধানসভার স্পিকারকে আবদেন জানায় বিজেপি। শুক্রবার বিষয়টি নিয়ে শুনানি হয়। চার মিনিটের এই শুনানিতে অংশ নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও অন্যান্য বিজেপি বিধায়করা। আগামী ৩০ জুলাই পরবর্তী শুনানি হবে বলে জানানো হয়।

কৃষ্ণনগর থেকে বিজেপির টিকিটে জিতলেও ১১ জুন তৃণমূলে যোগ দেন মুকুল রায় ও তার পুত্র শুভ্রাংশু। এর পর থেকে মুকুলের বিধায়ক পদ খারিজ নিয়ে লাগাতার পদক্ষেপ নিচ্ছেন শুভেন্দু।

বিষয়টি নিয়ে বিধানসভার স্পিকারের কাছে আবেদনের পাশাপাশি, আদালতের দরজাতেও কড়া নাড়তে চাইছে বিজেপি।

এ ব্যাপারে শুভেন্দু বলেন, “রাজ্যে যাতে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করা হয়, তার জন্য আবেদন করা হবে। এর পাশাপাশি আদালতে আবেদন করা হবে এই বিষয় নিষ্পত্তির জন্য যেন নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয় আদালত”।

আরও পড়ুন

রাজ্যসভায় দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনে উপ-নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন

Related posts

আন্তর্জাতিক মিউজিয়াম দিবসে কলকাতা জাদুঘর জমজমাট সাধারণ মানুষের ভিড়

‘বেরিয়ে যেতে পারেন’, অধীরকে কড়া কথা শুনিয়ে দিলেন খাড়্গে

কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ২