১৯ ডিসেম্বরই কলকাতা এবং হাওড়ায় পুরভোট, আইনি লড়াইয়ের পথে বিজেপি

ডেস্ক: ১৯ ডিসেম্বরই কলকাতা এবং হাওড়ায় পুরভোট। রাজ্যের প্রস্তাবে সায় দিয়ে দিন ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। এখানেই আপত্তি বিরোধীদের। বিজেপি সহ সমস্ত বিরোধীদের দাবি, কেন মাত্র দুই পুরসভাতেই ভোট করানো হচ্ছে। ইতিমধ্যে রাজ্যে ১১৬টি মেয়াদ উতির্ন পুরসভা রয়েছে। সেগুলিতে কেন ভোট করানোর প্রতি আগ্রহ দেখানো হচ্ছে তা নিয়েই প্রশ্ন বিরোধীদের।


তবে হাওড়া কর্পোরেশনের সব ওয়ার্ডে ভোট হবে না। ৬৬টি ওয়ার্ডের মধ্যে ৫০টিতে পুরভোট  হবে। দীর্ঘদিনের দাবি মেনে বালিতে আলাদা পুরসভা গঠন করতে পারে রাজ্য সরকার। সেজন্য কয়েকটি ওয়ার্ডকে বাদ রেখে ১৯ ডিসেম্বর হাওড়ার ৫০টি ওয়ার্ডে হবে ভোট। কিন্তু কলকাতা কর্পোরেশনের (KMC) সমস্ত ওয়ার্ডে পুরভোট (Municipal Election) হবে। 

আরও পড়ুন: মন্ত্রিসভায় রদবদল, অর্থমন্ত্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই


পুরভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে প্রস্তাব দেয় পুর ও নগরোন্নয়ন দফতর। ১৯ ডিসেম্বর হাওড়া এবং কলকাতায় পুরভোট করানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। রাজ্যের বাকি যে পুরসভাগুলি আছে, সেগুলির ভোট নয়া বছরের জানুয়ারিতে করার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে সূত্রের খবর। যদিও রাজ্যের সেই প্রস্তাবে সায় ছিল না বিজেপির। বরং একইসঙ্গে রাজ্যের সব পুরসভা এবং পুরনিগমে ভোট করানোর দাবি তোলে গেরুয়া শিবির। 
রাজ্যের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টে মামলা বিজেপির। সমস্ত পুরসভাতে ভোট চেয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়েছে। কলকাতা এবং হাওড়া পুরসভাতে নির্বাচন হওয়ার কথা রয়েছে। আর এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই মামলা আদালতে। 

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে