প্রথম পাতা খবর বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা, ভেঙে পড়ল দুটি বাড়ি, মৃত ৮, আহত ৭

বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা, ভেঙে পড়ল দুটি বাড়ি, মৃত ৮, আহত ৭

106 views
A+A-
Reset

ডেস্ক: হঠাৎই বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা, ভেঙে পড়ল দুটি বাড়ি। বিস্ফোরণে মৃত্যু হল কমপক্ষে সাতজনের। মৃতদের মধ্যে তিন শিশুও আছে। আহত আরও বেশ কয়েকজন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। সিলিন্ডার বিস্ফোরণের কারণে ওই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান। 


মঙ্গলবার রাতে উত্তরপ্রদেশর টিকরি গ্রামে একটি বাড়িতে আচমকাই রান্না করার সময় গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের প্রভাবে গায়ে লাগোয়া পাশের বাড়িটিও হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সূত্র অনুযায়ী, সেই সময়ে দুটি বাড়ি মিলিয়ে মোট ১৫ জন উপস্থিত ছিল। এরমধ্যে সাতজনেরই মৃত্যু হয়েছে।


স্থানীয় সূত্রে খবর,  গোন্ডার ওয়াজিরগঞ্জ থানার টিকরি গ্রামে বিস্ফোরণে একটি বাড়ি ভেঙে পড়লে ১৫ জন নীচে চাপা পড়ে যান।  তাঁদের মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে। ৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

আরও পড়ুন: সিবিএসই-এর পর বাতিল হল আইসিএসই বোর্ড পরীক্ষা

পুলিশের অনুমান


গন্ডার পুলিশ সুপার সন্তোষকুমার মিশ্র জানান, রাত ১১ টা ৩০ মিনিট নাগাদ ওয়াজিরগঞ্জ থানার থাথেকাপুরওয়া এলাকার বিস্ফোরণ হয়েছে। ভেঙে পড়ে বাড়ির একাংশে। বিস্ফোরণের আওয়াজ শুনে কোনওক্রমে বেরিয়ে আসেন ওই বাড়ির বাসিন্দারা। রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। তারইমধ্যে শুরু হয় উদ্ধারকাজ। এগিয়ে আসেন স্থানীয়রাও। ধ্বংসস্তূপ থেকে মোট ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সাতজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

আপাতত আরও সাতজনের চিকিৎসা চলছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, এলপিজি সিলিন্ডার ফেটে গিয়েই বিস্ফোরণ হয়েছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.