কলকাতা: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা পিছিয়ে গেল। আজ দুপুরে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের সূচি ঘোষণার কথা ছিল। কিন্তু, এদিন সকালে সূচি ঘোষণা স্থগিত রাখা হল। ৭২ ঘণ্টা পরে ওই কমিটি তার রিপোর্ট জমা দেবে। সেই রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত হবে এই বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কিনা। এ বছর প্রায় ১২ লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দেবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে প্রায় ৯ লক্ষ পরীক্ষার্থী।
গতকাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানায়, বুধবার দুপুর ২টোয় পর্ষদ ও সংসদ একসঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পরীক্ষাসূচি ঘোষণা করা হবে। সেইসঙ্গে কীভাবে পরীক্ষা হবে, খাতা দেখাই বা কী করে হবে, তাও বিস্তারিতভাবে জানানো হবে।
কিন্তু, এদিন সকালেই জানিয়ে দেওয়া হয় যে, আপাতত সূচি ঘোষণা স্থগিত রাখা হচ্ছে। শিক্ষা দফতর সূত্রে খবর, পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে গঠন করা হয়েছে বিশেষজ্ঞ কমিটি। পরীক্ষা হলে করোনা বিধি মেনে তা কীভাবে নেওয়া যাবে, যদি পরীক্ষা না হয়, তাহলে কীভাবে মূল্যায়ন করা হবে, সে সব বিষয়ে ৭২ ঘণ্টার মধ্যে সরকারকে রিপোর্ট দেবে ওই বিশেষজ্ঞ কমিটি।
আরও পড়ুন: সিবিএসই-এর পর বাতিল হল আইসিএসই বোর্ড পরীক্ষা
মুখ্যমন্ত্রী কী বলেছিলেন
কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়জানান, জুলাইয়ের শেষ সপ্তাহে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ও অগস্টের দ্বিতীয় সপ্তাহে হবে মাধ্যমিক পরীক্ষা। তিন ঘণ্টার বদলে দেড় ঘণ্টায় হবে পরীক্ষা। মুখ্যমন্ত্রী এও বলেন, ‘উচ্চমাধ্যমিকে ১৫টি আবশ্যিক বিষয়ের পরীক্ষা হবে। বাকি বিষয়ের নম্বর স্কুলের পরীক্ষার ভিত্তিতে।’ একই সঙ্গে তিনি জানান, মাধ্যমিক পরীক্ষা নিজের স্কুলে হবে৷ তিনি বলেন, ‘মাধ্যমিকে ৭টি মূল বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। বাকি বিষয়ে স্কুলের পরীক্ষার ভিত্তিতে পরীক্ষার্থীদের নম্বর দেওয়া হবে। ৩ ঘণ্টার আবশ্যিক বিষয়ের পরীক্ষা দেড় ঘণ্টায় হবে।’ উচ্চমাধ্যমিকের ক্ষেত্রেও বিভিন্ন বিষয়ের যত কম পরীক্ষা নেওয়া যায় সে ব্যাপারে দেখার জন্য পর্ষদকে অনুরোধ করেছেন তিনি।