ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

ডেস্ক: ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের তদারকিতেই তদন্ত করবে সিট অর্থাত্ স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম। যেসব জায়গায় হিংসাত্মক ঘটনা ঘটেছে বলে অভিযোগ সেখানে সিট গঠন করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সিবিআই এবং সিট- কে আগামী ছয় সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে হবে,  আজ এমনটাই জানিয়েছে আদালত। পাশাপাশি রাজ্য সরকারকে হাইকোর্ট নির্দেশ দিয়েছে ভোট পরবর্তী হিংসায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জরুরি ভিত্তিতে ক্ষতিপূরণ দিতে হবে।


হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের আদেশে বলা হয়েছে, ভোট পরবর্তী হিংসার অভিযোগে খুন, ধর্ষণ, অস্বাভাবিক মৃত্যুর মতো মামলার ক্ষেত্রে সিবিআই তদন্ত করবে। তবে সেই সিবিআই তদন্ত চলবে হাইকোর্টের নজরদারিতে। প্রসঙ্গত জাতীয় মানবাধিকার কমিশনের তরফে এই ধরনের ঘটনায় সিবিআই তদন্তের সুপারিশ করা হয়েছিল। বৃহত্তর বেঞ্চের তরফে বলা হয়েছে, এখনও পর্যন্ত রাজ্য পুলিশের সামনে ভোট পরবর্তী হিংসা নিয়ে যেসব মামলা রয়েছে, তা সিবিআই তদন্তভার নিলেই তা তাদের হাতে তুলে দিতে হবে।

আরও পড়ুন:  ‘রবীন্দ্রনাথ কালো ছিলেন বলে তাঁকে কোলে নিতেন না না তাঁর মা’, বিতর্কিত মন্তব্য সুভাষ সরকারের


রাজ্য সরকার যদিও প্রথম থেকে বাংলায় ভোট পরবর্তী হিংসার কথা অস্বীকার করছিল। আদালত এনএইচআরসি-র রিপোর্টেই মান্যতা দিল। সিবিআইকে তদন্তভার তুলে দেওয়া হলেও গোটা বিষয়টি নজর রাখবে আদালত। ক্ষতিগ্রস্তদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানিয়ে দিয়েছে হাইকোর্ট। সেক্ষেত্রে নির্দেশ, দুর্নীতি ও বিতর্ক এড়াতে টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে হবে।

Related posts

‘বেরিয়ে যেতে পারেন’, অধীরকে কড়া কথা শুনিয়ে দিলেন খাড়্গে

কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ২

তাপপ্রবাহের মতো পরিস্থিতির মধ্যেই বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়