তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় কোভিডবিধি ৩১ আগস্ট পর্যন্ত বাড়িয়ে দিল কেন্দ্র

ডেস্ক : কোভিড ১৯ নিয়ন্ত্রণের সমস্ত নিয়মবিধি আগামী ৩১ আগস্ট পর্যন্ত জারি থাকবে। রাজ্য ও কেন্দ্রাশসিত অঞ্চলগুলিকে সর্তক করে এক নির্দেশিকা জারি করছে স্বরাষ্ট্র মন্ত্রক।

নির্দেশিকায় কেন্দ্রীয় স্বারাষ্ট্র সচিব আর ভাল্লা ‘আর-ফ্যাক্টার’-এর উপর জোর দিয়েছেন। এজনের শরীর থেকে কতজনের শরীরে ছড়িয়ে পড়ছে কোভিড তা বোঝা যায় আর-ফ্যাক্টার থেকে।

তিনি জানিয়ছেন ভারতে এখনও অনেক জায়গায় আর ফ্যাক্টার একের নীচে রয়েছে। সেটা যেন আর না বাড়ে সে দিকেই নজর দেওয়ার কথা বলেছেন স্বরাষ্ট্র সচিব।

প্রয়োজনে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আরও কড়া পদক্ষেপ নেওয়া পরামর্শ দিয়েছেন তিনি। কোভিড সংক্রমণের হার কিছুটা কমে যাওয়ায় রাজ্যগুলি কোভিড বিধি শিথিল করার রাস্তায় হাটছে। এই পরিস্থিতি আত্মতুষ্টির পথে হাঁটলে চলবে না বলেই জানিয়ে দিয়েছেন তিনি। খুব সচেতন হয়ে পদক্ষেপ নিতে হবে বলেই তিনি নির্দেশিকায় পরামর্শ দিয়েছেন।

আরও পড়ুন : রোজ খান আদা, নিজের মধ্যে লক্ষ্য করুন পরিবর্তন

Related posts

ফের শুরু হতে চলেছে বৃষ্টি-পর্ব, চলবে কত দিন

রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সঙ্ঘের একাংশ সরাসরি রাজনীতি করছে, ক্ষোভ মমতার

আন্তর্জাতিক মিউজিয়াম দিবসে কলকাতা জাদুঘর জমজমাট সাধারণ মানুষের ভিড়