সোমবার বৃহস্পতিবার ফের ক্যাবিনেট বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী… একই সপ্তাহের জোড়া ক্যাবিনেট বৈঠক

মন্ত্রিসভার বৈঠক নিয়ে ‘রেকর্ড’ ভাঙলেন মমতা! ক্ষমতায় আসার পরে একই সপ্তাহের জোড়া ক্যাবিনেট বৈঠক । যাও একটা রেকর্ড। সোমবার নবান্নে ক্যাবিনেট বৈঠকের পরে বৃহস্পতিবার ফের ক্যাবিনেট বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের কর্তারা বলছেন, সাম্প্রতিক অতীতে একই সপ্তাহে পরপর দুবার ক্যাবিনেট বৈঠকের নজির নেই। বলা ভাল মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার ক্ষমতায় আসার পরে প্রথমবারের জন্য একই সপ্তাহে দুবার ক্যাবিনেট বৈঠক হতে যাচ্ছে বৃহস্পতিবার।

আগামীকাল বিকেল ৩টের সময় নবান্নে মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে বলেই খবর। চলতি সপ্তাহে সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। সূত্র মারফত জানা যাচ্ছে, এসএসসি নিয়ে সিদ্ধান্তের পাশাপাশি বেশ কিছু দায়িত্ব বদলও করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই সম্ভবত একই সপ্তাহে দ্বিতীয় বার মন্ত্রিসভার বৈঠক ডাকলেন তিনি।

সোমবারের মন্ত্রিসভার বৈঠকে উল্লেখযোগ্য সিদ্ধান্ত ছিল রাজ্য পুলিসের নিয়োগের বিষয়টি। ওই দিন রাজ্য পুলিসে কয়েক হাজার পদে নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে। মহিলা কনস্টেবল পদে ২,০২০ জন (রাজ্য পুলিসের উইনার্স স্কোয়াড) এবং গোয়েন্দা বিভাগে ৬০০ জনকে (পুরুষ এবং মহিলা মিলিয়ে) নিয়োগ করা হবে। স্পেশাল হোমগার্ড পদে ১০৫ জন নিয়োগে সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে। এমনকি পশ্চিমবঙ্গ পুলিসে মহিলা কনস্টেবল মোট পদে মোট ২,০২০ জনকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন