দিল্লিতে পা রাখলেন মুখ্যমন্ত্রী, মঙ্গলবার বিকেল ৪ টেয় মোদীর সঙ্গে সাক্ষাৎ মমতার

ডেস্ক: এবার দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায়।এ দিন বিকেল পাঁচটা নাগাদ দিল্লিতে পা রাখেন মুখ্যমন্ত্রী৷  আগামিকাল অর্থাৎ মঙ্গলবার বিকেল ৪টের সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন তিনি।


পাঁচদিনের সফরে সোমবার বিকেলেই দিল্লি পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। দীর্ঘ সফরে যেমন রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, তেমনই বিজেপি-বিরোধী জোটের সলতে পাকানোর কাজটাও সেরে রাখবেন। সূত্রের খবর, বিধানসভা ভোটের এই প্রথম দিল্লিতে মুখোমুখি বৈঠকে বসবেন মোদী-মমতা। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, এই বৈঠকে রাজ্যে ভ্যাকসিন-সংকট, কেন্দ্রের কাছে বকেয়া টাকা প্রসঙ্গে আলোচনা হতে পারে। 

আরও পড়ুন: “সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি বিরোধী সমস্ত শক্তির সঙ্গে কাজ করতে প্রস্তুত আমরা”, বিমান বসুর মন্তব্যে টিএসির সঙ্গে জোটের জল্পনা


মমতার দিল্লি সফরকে কেন্দ্র করে গোটা দেশের রাজনৈতিক মহলে প্রবল কৌতূহল তৈরি হয়েছে৷ এমনিতেই এখন দিল্লিতে সংসদ চলছে৷ পেগাসাস, পেট্রোল- ডিজেলের মূল্যবৃদ্ধি, করোনা অতিমারি সামলানোয় কেন্দ্রের ব্যর্থতার অভিযোগ, কৃষি আইন প্রত্যাহারের দাবির মতো বিভিন্ন ইস্যুতে সরগরম হয়ে রয়েছে দিল্লি৷ বিরোধীরা একজোট হয়ে মোদি সরকারের উপরে চাপ সৃষ্টি করছে৷ তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি বিরোধী ঐক্যকে আরও মজবুত করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন