ডেস্ক: রাজ্যসভার ৬টি শূন্য আসনে উপনির্বাচনের দিন ঠিক করল নির্বাচন কমিশন। এরমধ্যে তৃণমূলের মানস ভুঁইয়ার ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে ভোট ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ৪ অক্টোবর এই আসনের জন্য নির্বাচন হবে। সেদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিধানসভাভোটগ্রহণ হবে। সেই দিনই বিকেল ৫টার সময় ভোট গণনা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়াও অসম, মহারাষ্ট্র, তামিলনাডু, মধ্যপ্রদেশ এই রাজ্যগুলিতেও হবে উপনির্বাচন।
আরও পড়ুন: বেহালার পর্ণশ্রী জোড়া খুনে এখনও রহস্য, ‘রহস্যজনক’ ব্যাগ হাতে পুলিশ ভ্যানে উঠল নিহতের স্বামী
মে মাসে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন মানস ভুঁইয়া। তাঁর ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে ভোট ঘোষণা করল নির্বাচন কমিশন। ১৫ সেপ্টেম্বর জারি হবে নোটিফিকেশন। ২২ সেপ্টেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। ২৩ সেপ্টেম্বর হবে স্ক্রুটিনি। মনোনয়ন তোলার শেষ দিন ২৭ সেপ্টেম্বর। ৪ অক্টোবর ভোট। ৬ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে নির্বাচন পর্ব।