আলিমুদ্দিনে প্রথমবার তেরঙ্গা উত্তোলন করতে গিয়েই বিতর্কে জড়াল সিপিএম

ডেস্ক: ৭৫ বছরে প্রথমবার নিজেদের রাজ্য সদর দফতরে জাতীয় পতাকা তোলার কথা ঘোষণা করেছিল সিপিএম৷ প্রথমে নিজেদের সদর পার্টি অফিসে কিছুটা উল্টো পতাকা তুলল সিপিএম। দড়ির টানে পতাকা কিছুটা উঠে যাওয়ার পর দাঁড়িয়ে থাকা নেতাদের খেয়াল হয় জাতীয় পতাকা উল্টো টাঙানো হচ্ছে৷ যা নিয়ে আরও একবার বিতর্কে জড়াল সিপিএম।তারপরই পতাকা আবার নামিয়ে সঠিকভাবে তোলা হয়৷


বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আলিমুদ্দিনে পতাকা তুলতে গিয়ে লক্ষ্য করেন উলটো উঠছে। তখনই ছুটে আসেন পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম। বিপত্তি দেখে মাঝপথেই নামিয়ে ফেলতে হয় পতাকা। তারপর ঠিক করে ফের তা উত্তোলন করেন বামফ্রন্ট চেয়ারম্যান।

আরও পড়ুন: আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির পদত্যাগ


দীর্ঘকালের ট্র্যাডিশন বদলে ৭৫ তম স্বাধীনতা দিবসে আলিমুদ্দিনে জাতীয় পতাকা উত্তোলন করার সিদ্ধান্ত নিয়েছিল সিপিএম (CPM)। তবে শুধু আলিমুদ্দিনে নয়, স্বাধীনতা দিবসে সারা দেশের সমস্ত পার্টি দপ্তরেই পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি এক বছর ধরে চলবে কর্মসূচি। ধর্মনিরপেক্ষ, গণতন্ত্র,সাম্প্রদায়িকতার বিপদ, দেশের স্বাধীনতায় কমিউনিস্টদের ভূমিকা নিয়ে বর্ষব্যাপী চলবে প্রচার।

Related posts

মমতা-অভিষেককে গাড়ির ধাক্কায় খুনের হুমকি দিয়ে পোস্টার, জোর চাঞ্চল্য

আজ ঝাড়গ্রাম ও ঘাটালে নির্বাচনী জনসভা, খড়্গপুরে রোড-শো মমতার

রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগের দাবি, রাজভবন ঘেরাও তৃণমূল শিক্ষা সেলের