রক্ত ঝরিয়ে শেষ হল চতুর্থ দফা, বিকেল পাঁচটা পর্যন্ত ভোটদানের হার ৭৬.১৬ শতাংশ

ডেস্ক: কোচবিহারের শীতলকুচিতে প্রাণ গেল পাঁচজনের। কসবা, চুঁচুড়া-সহ কয়েকটি বিধানসভায় অশান্তির খবর মিলেছে। আজ কসবায় দিনভর অশান্তির আঁচ ছিল। বিক্ষিপ্ত অশান্তির মধ্যে শেষ চতুর্থ দফা। আজ রাজ্য ৫ জেলায় মোট ৪৪ আসনে ভোটগ্রহণ ছিল। উত্তরবঙ্গের দুই জেলা আলিপুরদুয়ার ও কোচবিহারে যথাক্রমে ৫ ও ৯ আসনে ভোট ছিল। দক্ষিণবঙ্গের তিন জেলা হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগণায় যথাক্রমে ৯, ১০ ও ১১ আসনে ভোট ছিল।

বিকেল পাঁচটা পর্যন্ত সামগ্রিক ভোটদানের হার ৭৬.১৬ শতাংশ।কোচবিহারে ভোট পড়েছে ৭৯.৭৩ শতাংশ। আলিপুর দুয়ারে ৭৩.৬৫ শতাংশ, দক্ষিণ ২৪ পরগনায় ৭৫.৪৯ শতাংশ, হাওড়ায় ৭৫.০৩ শতাংশ ও হুগলিতে ৭৬.০২ শতাংশ ভোট পড়েছে।

তিনটে পর্যন্ত ভোটদানের সামগ্রিক হার ৬৬.৭৬ শতাংশ। কোচবিহারে ৭০.৩৯ শতাংশ, আলিপুরদুয়ারে ৬৮.৩৭ শতাংশ, দক্ষিণ ২৪ পরগনায় ৬৪.২৬ শতাংশ , হাওড়ায় ৬৪.৮৮ শতাংশ, হুগলিতে ৬৭.৪৫ শতাংশ ভোট পড়েছে।
১ টা পর্যন্ত ভোট পড়েছে ৫২.৮৯ শতাংশ। আলিপুরদুয়ারে ৫৬.৯৩ শতাংশ, হাওড়ায় ৫১.২৩ শতাংশ,  হুগলিতে ৫৪.২০ শতাংশ,  দক্ষিণ ২৪ পরগণায় ৪৮.৩৯ শতাংশ ও কোচবিহারে ৫৬.৮৭ শতাংশ ভোট পড়েছে।

Related posts

মালদহে বজ্রপাতে মৃত অন্তত ১১, দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা

ফিরছে তাপপ্রবাহ, কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস

২ তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি, বিজেপির অভিযোগে পাত্তা দিল না কমিশন