Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
‘লক্ষ্য ২০২৪, ঐক্যবদ্ধ হয়ে পরিকল্পিত ভাবে এগোতে হবে’, সোনিয়া মমতা - NewsOnly24

‘লক্ষ্য ২০২৪, ঐক্যবদ্ধ হয়ে পরিকল্পিত ভাবে এগোতে হবে’, সোনিয়া মমতা

ডেস্ক: ২০২৪-এর লোকসভা ভোট বিজেপি বিরোধী সমস্ত দলগুলির পাখির চোখ। বিরোধী দলগুলির ফ্রন্ট তৈরি করতে হবে বলে একুশে জুলাইয়ের মঞ্চে বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর কথাই শুক্রবার সনিয়ার মুখে।সোনিয়া গান্ধীর ডাকে ১৯ টি রাজনৈতিক দলের ভার্চুয়াল বৈঠক হল শুক্রবার। সোনিয়া গান্ধীর পৌরহিত্যে শুক্রবার একটি ভার্চুয়াল বৈঠক হয়। এই বৈঠকে থাকছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও রাহুল গান্ধীও।


এদিন সোনিয়া গান্ধীর ডাকে জোট বৈঠকে ভার্চুয়ালি হাজির ছিল তৃণমূল, এনসিপি, ডিএমকে, শিবসেনা, জেএমএম, সিপিআই, সিপিএম, এনসি, আরজেডি, এআইইউডিএফ, ভিসিকে, লোকতান্ত্রিক জনতা দল, জেডিএস, আরএলডি, আরএসপি, কেরালা কংগ্রেস মণি, পিডিপি-সহ ১৯টি রাজনৈতিক দল। কংগ্রেস-সহ বিরোধী রাজনৈতিক দলগুলির শীর্ষ নেতৃত্ব বা প্রতিনিধিরা বৈঠকে অংশ নিয়েছিলেন।

আরও পড়ুন: হাইকোর্টে সবুজ সঙ্কেত মিলতেই তৎপর CBI, ২৪ ঘণ্টার মধ্যেই গঠিত ৪টি বিশেষ দল


এ দিন ১৯ বিরোধী দলের বৈঠকে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী স্পষ্ট করে দিলেন, পাখির চোখ ২০২৪। সেটা মাথায় রেখে ধাপে ধাপে পরিকল্পনা সাজাতে হবে বিরোধীদের। তিনি বলেন,’এটা একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু আমাদের সব কিছুর ঊর্ধ্বে উঠে একসঙ্গে কাজ করতে হবে। কারণ এছাড়া কোনও বিকল্প নেই। এখন থেকে আমাদের একটাই লক্ষ্য- স্বাধীনতা সংগ্রামের নীতি এবং সংবিধানের মূল্যবোধগুলি পাথেয় করে চলবে এমন সরকার গঠন।’     


এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ও সংগঠিত ভাবে বিজেপিকে টক্কর দেওয়ার আহ্বান জানান। ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন বলেনস দেশের অবস্থা ভাল নয়। মানুষকে বিপদে ফেলছে এমন ইস্যু নিয়ে সকলকে সরব হতে হবে। টুইট করে শরদ পওয়ার লেখেন, ‘শ্রীমতী সোনিয়া গান্ধীর আহ্বানে সমান মনোভাবাপন্ন বিরোধী দলগুলি বৈঠক করেছে। ভার্চুয়ালি আয়োজিত এই বৈঠকে সকলেই নিজেদের বক্তব্য ব্যক্ত করেছেন।’

Related posts

এসআইআর শুনানি নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, কমিশনকে পঞ্চম চিঠি

আইপ্যাক তল্লাশি-কাণ্ডে সুপ্রিম কোর্টে ইডির জোড়া মামলা, যুক্ত করা হল মুখ্যমন্ত্রী ও সিপিকে

‘মনে হচ্ছে, নিজের কাউকে হারালাম’ পিডিএস নেতা সমীর পুততুণ্ডর মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর