ভাষার গুরুত্ব বাড়ছে! লন্ডনের হোয়াইটচ্যাপেল স্টেশনের নাম বাংলায় হওয়ার পর টুইট করলেন মমতা

কলকাতা: লন্ডনের হোয়াইটচ্যাপেল স্টেশনের নাম বাংলাহরফে লেখা হয়েছে। একে বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতির জয় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এক বছরের বেশি সময় ধরে স্টেশনটির সংস্কারের কাজ চলছিল। সম্প্রতি সেই কাজ সেই শেষ হয়েছে। ওই এলাকায় বাঙালির সংখ্যা প্রচুর। তাঁরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন স্টেশনটির নাম বাংলা হরফে লেখা হোক। এর পরই পূর্ব ইংল্যান্ডের রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় হোয়াইটচ্যাপেলের নাম বাংলা হরফে লেখা হবে। বাংলার পাশাপাশি ইংরাজিতে স্টেশনটির নাম লেখা হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন, ‘এটি অত্যন্ত গর্বের বিষয় যে লন্ডন টিউবরেল কর্তৃপক্ষ হোয়াইটচ্যাপেল স্টেশনের নাম লেখার জন্য বাংলা ভাষাকেই বেছে নিয়েছেন। এক হাজার বছরের পুরনো বাংলা ভাষার বিশ্বব্যাপী যে গুরুত্ব বাড়ছে, এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’
স্টেশনটির প্রবেশদ্বারে বাংলা হরফে লেখা হয়েছে ‘হোয়াইটচ্যাপেল স্টেশনে আপনাকে স্বাগত’। পূর্ব ইংল্যান্ড রেল কর্তৃপক্ষে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাঙালিরা। বিদেশে প্রথম কোনও স্টেশনের নাম বাংলায় রাখা হল।

Related posts

আজ ঝাড়গ্রাম ও ঘাটালে নির্বাচনী জনসভা, খড়্গপুরে রোড-শো মমতার

রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগের দাবি, রাজভবন ঘেরাও তৃণমূল শিক্ষা সেলের

ফের তাপপ্রবাহের পরিস্থিতি, শুক্রবার কোন কোন জেলায় হাঁসফাঁস অবস্থা